পত্রিকা প্রতিনিধি: বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের প্রতিবাদে নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচী বিজেপির।চলে পুলিশি ধস্তাধস্তি।পুলিশকে কড়া ভাষায় আক্রমণ নেতৃত্ব দের। BJP, BJP,
বিজেপির মন্ডল সভাপতি কে উদ্দেশ্য প্রণোদিতভাবে মারধর,পুলিশের কাছে এফআইআর দিতে না দেওয়া,সহ ১০ দফা দাবি নিয়ে নারায়ণগড় থানা ঘেরাও এর কর্মসূচি নেয় বিজেপি।থানা থেকে ২০০ মিটার দূরে তাদের বাধা দেয় পুলিশ।পুলিশ তাদের বাধা দিলে চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
আরো পড়ুন- IIT খড়্গপুরের ২জন সহ ফের রেলশহরে করোনায় আক্রান্ত ৪৮ জন, ডেবরা ও গড়বেতার ১০ জন সহ জেলায় ১৬৩
প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেল নাগাদ বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যোগ দিতে যাওয়ার পথে প্রহৃত হন নারায়ণগড় বিজেপি এর উত্তর মন্ডল এর সভাপতি এবং সহ সম্পাদক।তারপরই তার প্রতিবাদে শনিবার বিকেলে নারায়ণগড় থানা ঘেরাওয়ের কর্মসূচি নয় বিজেপি।পুলিশি অব্যবস্থা, এফআইআর না নেওয়া,দোষীদের গ্রেপ্তার সহ একাধিক দাবি নিয়ে ডেপুটেশন ও থানা ঘেরাও কর্মসুচি নেয় বিজেপি।সেইমতো নারায়ণগড় চাতুরিভাড়া থেকে মিছিল করে নারায়নগড় থানার দিকে মিছিলে এগোলে তাতে বাধা দেয় পুলিশ।পুলিশের সাধে ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মী নেতৃত্বের সাথে।পরে বিজেপির প্রতিনিধি দল দেখা করে নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু, জেলা সভাপতি সমিত দাস,গৌরিশংকর অধিকারী,দেবগোপাল বেরা সহ অন্যান্যরা।এদিন পুলিশের বিরুদ্ধে কড়া আক্রমন করে বিজেপি নেতৃত্ব।থানা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপির জেলা সভাপতি সমিত দাস।তিনি বলেন-“যেদিন আমরা মনে করব প্রতিবাদে হবে না সেদিন আমরা নারায়ণগড় থানা ভেঙে দেব।”পাশাপাশি পুলিশকে দলদাস হিসেবে আখ্যা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু।নারায়ণগড়ে এসে পুলিশকে আক্রমন করে বলেন-“ছয়মাস পরে কোথায় থাকবেন ভেবে নিন।এই সুখের জীবন আর থাকতে দেব না।”পাশাপাশি মারের বদলে মারের নিদান দেন সায়ন্তন।তিনি বলেন-“আমরা একশ তেরো জন কার্যকর্তাকে হারিয়েছি,আরও একশ কার্যকর্তাকে হারাবো।বিজেপি মৃত্যু,জেল ভয় করেনা।পুলিশ যদি না দেখে যারা বিজেপি কর্মীদের মারছে তাদের এমন মার মারুন,যেন আগামী চোদ্দ পুরুষ বিজেপির দিকে তাকাতে না পারে।”পরে বিজেপির প্রতিনিধি দল নারায়ণগড় থানায় দশ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেয়।তবে ফের একবার মারের বদলে মারের নিদান দিয়ে বিতর্কে সায়ন্তন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi