পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট (অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আর) অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন। জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্টে (অ্যন্টিজেন ১৩ জন ও আর.টি.পি.সি.আরে ১৩ জন) খড়্গপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬। Kgp, Kgp, coronavirus in kharagpur, latest bengali news, bengal news
সম্প্রতি মেদিনীপুর রেঞ্জের ডি.আই.জি সহ স্ত্রী ও মেয়ের অ্যন্টিজেন পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিশেষ সূত্রের খবর পজিটিভ রিপোর্ট আসার পরই ডি.আই.জি নিজের উদ্যোগে মেদিনীপুরের বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করালে সেখানে ডি.আই.জি সহ তাঁর মেয়ের কোভিড রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু তাঁর স্ত্রী এর রিপোর্ট আসে পজিটিভ। অপরদিকে ১০ সেপ্টেম্বরের রাতের জেলা স্বাস্থ্য দফতরের আর.টি.পি.সি.আর পরীক্ষায় ডি.আই.জি. সহ পরিবারের ২ জন ( মেয়ে ও স্ত্রী) এর রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। এর পরেই তাঁর সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- মকরামপুরে বিজেপির সদস্যতা অভিযানে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত বিজেপির একাধিক নেতৃত্ব, অভিযুক্ত তৃণমূল
অপরদিকে রেলশহরের ৩২ নম্বর ওয়ার্ডের আরামবাটির নিমপুরা এলাকায় এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। খড়্গপুরের দক্ষিণ ইন্দা এলাকার এক বৃদ্ধা (৬৭), মালঞ্চ সংলগ্ন ঝাড়েশ্বর মন্দিরের সন্নিকটে এক মহিলা (৩৫) সহ ওল্ড সেটেলমেন্ট এলাকার এক মহিলা (৪৩) সহ মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।খড়্গপুর রেল পুলিশের (জি.আর.পি অফিসে) এক জওয়ান (৩৬) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। রেলশহরের ইন্দার পাঁচবেড়িয়ায় এক মাঝ বয়স্ক ব্যক্তির (৪২) করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। তালবাগিচার ডিভিসি এর মায়াপুর এলাকার এক প্রৌঢ়া (৫৪) করোনায় আক্রান্ত হন।সালুয়ার ট্রেনিং ক্যাম্পে একসঙ্গে ৫ জন জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।রেলশহরের ১ নম্বর ওয়ার্ডের জফলা সংলগ্ন সারদাপল্লী এলাকায় এক প্রৌঢ়া (৫২) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী রেলশহরে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে। ইন্দায় এক মাঝ বয়স্ক ব্যক্তি (৪৮) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।সাউথ সাইডের রেল আবাসনে এক প্রৌঢ় (৫৩) সহ এক যুবক (৩২) এর শরীরে করোনার সংক্রমণ ঘটে। খরিদার তেঘরি সংলগ্ন সাঁতরাপাড়া এলাকায় একই পরিবারের ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এছাড়াও নিউ ট্রাফিকের রেল আবাসন, সাউথ সাইডের রেল আবাসনে মোট ৫ জন করোনা আক্রান্তের হদিশ মেলে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi