পত্রিকা প্রতিনিধি: সোমবারের জেলা স্বাস্থ্য দফতরের অ্যন্টিজেন পরীক্ষায় জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন। এর মধ্যে মেদিনীপুর শহরে ও শহরতলী থেকে মোট ১৬ জন আক্রান্ত হয়েছে বলে জানা যায়, যা পূর্বের সংক্রমণের তুলনায় অনেকাংশেই কম । Midnapur, Midnapur
আরও পড়ুন-জেলায় প্রথম প্লাজমা দিলেন বেলদার করোনাজয়ী বিজেপি নেত্রী ও তার মেয়ে
আরও পড়ুন- মহিষাদলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্যাথলজি ব্যবসায়ীর
শহরের মহাতাবপুরের এক ব্যক্তির (৫০) করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। শরৎপল্লীর এক বৃদ্ধা (৫৩) সহ তোড়াপাড়ার এক মহিলাও (৪০) করোনায় সংক্রমিত হয়েছেন বলে জান যায়। অপরদিকে শহরের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একই পরিবারের ৩ জন (পুরুষ-৩৪, প্রৌঢ় -৫৫, প্রৌঢ়া-৫৪) এর করোনা রিপোর্ট পজিটিভ আসে। শহরের ধর্মা সংলগ্ন রামকৃষ্ণনগর এলাকায় একই পরিবারের ২ জন (পুরুষ-৪৩, কিশোরী-১১) এর শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। রাজাবাজারের এক যুবতী (২৭) ও কর্ণেলগোলা এলাকার এক ব্যক্তিরও (৪০) করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও কোতোয়ালীর অধীনে শহর ও শহরতলীর ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। শহর সংলগ্ন গুড়গুড়িপালের ইলাবনী এলাকায় একই পরিবারের ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায় জেলা স্বাস্থ্য দফতরের সূত্রে।
আরও পড়ুন- করোনা মুক্তের পরেই মৃত্যু হল মেদিনীপুরের এক ব্যবসায়ীর
আরও পড়ুন- কলকাতার বেসরকারী হাসপাতালে মৃত্যু হল ঝাড়গ্রামের শীর্ষ স্থানীয় আধিকারিকের (ডেপুটি সি.এম.ও.এইচ-২)
আরও পড়ুন- প্রসূতির করোনা পজিটিভ ,ভর্তি নিতে গড়িমসি ,দীর্ঘক্ষন যন্ত্রনায় কাতরালেন মাতৃমার গেটে
অপরদিকে বেলদার বিমবালতিতিয়ার পোরোলদা সংলগ্ন এলাকায় একই পরিবারের ৩ জন (পুরুষ৩১, যুবতী-২২, যুবক-২১) করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাঁতনের এক বৃদ্ধা (৬০) সহ সাউরি গ্রাম পঞ্চায়েতের এক কর্মী (৪৩) করোনায় আক্রান্ত হন।কামালপুরে একই পরিবারের ৩ জন সহ (মহিলা-৩৬, যুবতী-১৯, কিশোরী-১৪) গোচ্ছতির একই পরিবারের ২জনের (মহিলা-৩৯, পুরুষ-৪৩) করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও ডেবরার বড়োগড়, ধামতোড়, নাহারিপুর,মোহনপুর,গড়বেতার মংলাপোতা, আমলাশুলি এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi