পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের সোমবারের অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন। এর মধ্যে রেল শহর খড়্গপুরে রয়েছেন ৩৩ জন। kgp, kgp, coronavirus in kharagpur, kharagpur bengali news, latest bengali news, biplabi sabyasachi news, bengal news
আরও পড়ুন- লকডাউন ভেঙেই মিছিল, অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব
খড়্গপুরের মথুরাকাটি সংলগ্ন এলকায় এক বৃদ্ধের (৬৫) ও নিমপুরা এলাকায় এক প্রৌঢ়ের (৫৪) করোনা রিপোর্ট পজিটিভ আসে।৭ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় এক মাঝ বয়স্ক (৪০) ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ৮ নম্বর ওয়ার্ডের রাজগ্রাম সংলগ্ন আদিবাসি পাড়া এলাকায় এক যুবকের (১৯) শরীরে করোনার সংক্রমণ ঘটে। গোলবাজারের ২১ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির (৩২) কোভিড রিপোর্ট পজিটিভ আসে। রেলশহরের ৩২ নম্বর ওয়ার্ডে নিমপুরা সংলগ্ন আরামবাটি এলাকায় এক ব্যক্তির (৪০) শরীরেও করোনার সংক্রমণ ঘটে।এছাড়াও ইন্দার বিদ্যাসাগপুরে ১জন, কৌশল্যা সংলগ্ন এলাকায় ১ জন ,খড়্গপুর লোকালের তিলাবনিতে ১জন, ইন্দা সংলগ্ন নিউ ট্রাফিক এলাকায় ১ জন, ছোট আয়মার ১ জন সহ মোট ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। অপরদিকে খড়্গপুর শহরে ১৭ নম্বর ওয়ার্ডের খরিদা সংলগ্ন বিধানপল্লী এলাকায় এক ব্যক্তি (৪২), সাউথ সাইড আবাসনের এক যুবক (২১) ও ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকা এক মাঝ বয়স্ক ব্যক্তি সহ মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।তবে চিন্তার কোনো কারণ নেই তারা প্রত্যেকেই উপসর্গহীন। ২৪ নম্বর ওয়ার্ডের সঞ্জল এলাকায় একই পরিবারের ২ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে। এছাড়াও ২৩ নম্বর ওয়ার্ডের ইন্দা সংলগ্ন বোস পুুকুর এলাকার ২ জন ,সাউথসাইডের ধোবিঘাট এলাকায় ১ জন করোনায় আক্রান্ত হন।অপরদিকে খড়্গপুরের শহরতলির সালুয়ার খইরাচটি এলাকায় ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। রুপনারায়নপুর ও খড়্গপুরের রবীন্দ্রপল্লী এলাকায় মোট ৩ জন করোনায় সংক্রমিত হন বলে জানা যায়। এদের মধ্যে কারুর শরীরে জ্বরের উপসর্গ লক্ষ করা যায়, কেউ বা উপসর্গহীন রয়েছেন বলেজানানো হয় স্বাস্থ্য দফতর সূত্রে।
আরও পড়ুন- করোনা মুক্তের পরেই মৃত্যু হল মেদিনীপুরের এক ব্যবসায়ীর
করোনা পিছু ছাড়ছে না সবংয়ের। ফের সোমবারের অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্টে সবং থানার তিনজন কর্মী (পুরুষ-৩২, পুরুষ-৩৩, পুরুষ-৩০) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।কিছুদিন আগেই আক্রান্ত হন সবং থানার ওসি তথা মেজো বাবু।গত ১ সেপ্টেম্বর অ্যন্টিজেন পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এবং তার ঠিক ৪দিনের মাথায় আক্রান্ত হন থানার ওসি।এই নিয়ে সবং থানার মোট ২ জন কর্মী আক্রান্ত হলেন। যার মধ্যে রয়েছেন এস আই, এ এস আই, পদমর্যাদার একাধিক আধিকারিক সহ বিভিন্ন কর্মীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi