পত্রিকা প্রতিনিধি: রবিবারের জেলা স্বাস্থ্য দফতরের অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৬১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী ৪৮ জন আক্রান্ত হয়েছেন। দুটি রিপোর্ট মিলিত যোগফল এসে দাঁড়াল ১০৯ জন। মেদিনীপুর শহর ও শহরতলির ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। covid news, covid news, covid news
আরও পড়ুন- পুরসভার শীর্ষস্থানীয় আধিকারিক সহ খড়গপুরে ফের করোনায় আক্রান্ত ৩০ জন
মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় এক ব্যক্তি (৩৮) করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। কুইকোটা গীর্জার সন্নিকটে একই পরিবারের এক কিশোর (১২) ও এক যুবক (১৬) করোনা সংক্রমিত হয়েছেন । মির্জাবাজার এলাকায় এক বৃদ্ধের (৬৬) করোনা রিপোর্ট পজিটিভ আসে। কোতোয়ালীর অধীনে কুইকোটা সংলগ্ন এলাকায় এক বৃদ্ধার (৭৫) শরীরে করোনার সংক্রমণ ঘটে। কামারআড়ায় ফের এক প্রৌঢ় (৫৩) করোনায় আক্রান্ত হন। বেশকিছুদিন আগেই এই এলাকায় ধাপে ধাপে একই পরিবারের বেশকয়েকজন আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সুত্রে। কোতোয়ালীর অধীনে শহরতলির ব্রজলালচক এলাকায় এক মাঝবয়স্ক ব্যক্তি (৪৩) সংক্রমিত হন বলে জানা যায়।শহর সংলগ্ন ভাদুতলা এলাকায় এক বৃদ্ধার (৫৫) কোভিড রিপোর্ট পজিটিভ আসে অ্যন্টিজেন পরীক্ষায় , বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।শহরের নজরগঞ্জ এলাকার একই পরিবারের তিন জনের ( যুবতী-২৪, যুবক-২৮, পুরুষ -৩১) করোনা রিপোর্ট পজিটিভ আসে। হোমিওপ্যাথি কলেজ রোড এলাকায় এক মাঝ বয়স্ক ব্যক্তির (৪৮) কোভিড সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। মিয়াবাজারের এক মহিলা (৩৫) করোনায় আক্রান্ত হন। মেদিনীপুর রেডক্রসের (প্রৌঢ়-৫৪, মহিলা-৪৭, কিশোরী-১০) কোভিড পরীক্ষায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
আরও পড়ুন- হাতির তান্ডব অব্যাহত, লালগড়ের ভাউদি ফরেস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর
রবিবারের জেলা স্বাস্থ্য দফতরের আর.টি.পি.সি.আর এর রিপোর্ট অনুযায়ী জেলায় মোট ৪৮ জন সংক্রমিত হয়েছেন । এই রিপোর্ট অনুযায়ী শহরের রাঙামাটি সংলগ্ন নেতাজী পল্লী এলাকায় এক যুবতীরও (১৭) কোভিড রিপোর্ট পজিটিভ আসে।কেশপুরের অযোধ্যাবাদ সংলগ্ন ঘোষডিহা এলাকার এক মাঝ বয়স্ক মহিলা (৩৬), আমডাঙার জাদুপুরে এক মাঝ বয়স্ক ব্যক্তি (৩৫) ও বুরা পাটের পিয়াসালে একব্যক্তি (৪০)করোনায় সংক্রমিত হয়েছেন। দাসপুরের ঈশবপুর সংলগ্ন ডিহি রামনগর এলাকার একই পরিবারের ৩ জন,বকুলতলায় ১ জন, মাছগেড়িয়ার ১জন, খাটবাড়ুইয়ের ১জন, নাড়াজোলের বলপুরি এলাকার ১ জন,নবীন সিমুলিয়ার বাসুদেবপুরে ১ জন, ডিহিপালসার রাজনগর এলাকায় একই পরিবারের ৩ জন,মামুদপুরে একই পরিবারের ২ জন,রাজনগরের ১ জন সহ মোট ১৫ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে।চন্দ্রকোনার গোসাইবাজারের একই পরিবারের ৩ জন করোনায় সংক্রমিত হন। নতুনগ্রামের ঝাঁকরা এলাকায় একই পরিবারের ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাঁতনের সালিকোটার ১ জন, ভারাসোল সংলগ্ন আঁধারিয়া এলাকার ১ জন, ডেবরার খাসবাজার সংলগ্ন রাধামোহনপুর এলাকায় ১ জন,সবংয়ের বাগবেড়িয়ার ১ জন, পিড়াকাটার আমজোড় এলাকায় ১জন,গড়বেতায় আমলাগোড়ার এক মাঝবয়স্ক ব্যক্তির (৪২) করোনায় সংক্রমিত হন।এছাড়াও বেলদার ১ জন, খুকুড়দার কাশিনাথপুরের ১জন,দাঁতনের পলসন্ডারুইয়ের ১জন, বেলদার তুতরঙ্গার ১ জন, কেশিয়াড়ীর নছিপুরের ১জন সহ জেলায় মোট আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী ৪৮ জন আক্রান্ত হয়েছেন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi