পত্রিকা প্রতিনিধি : বিগত অন্যান্য লকডাউন গুলোর মতই আগস্ট এর দ্বিতীয় লকডাউনেও ব্যাপক সাড়া পড়েছে শহরজুড়ে । শহরের প্রতিটি রাজপথ এমনকি গলিপথও ছিল অন্যান্য লকডাউন দিনের মতোই শুনশান । সাধারণ মানুষই সচেতন হয়ে রাস্তায় বের হন নি । একমাত্র অষুধ দোকান , হাসপাতাল ,ডাক্তারখানাতেই যাওয়ার জন্য রাস্তায় বের হতে দেখা গেছে কিছু জনকে । শহরের প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে পর্যাপ্ত পুলিশ । পথচারীদের দেখলিই তাকে আটকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, এমনকি প্রয়োজনিয় কাগজপত্র দেখছে । লকডাউন উপেক্ষা করে যারা অপ্রয়োজনে বাইরে বেরিয়ে ছিলেন সেরকম ২০ জনকে আটক করেছে পুলিশ । সাধারণ মানুষ লকডাউন মেনে নিয়ে রাস্তায় না বের হওয়ার জন্য স্বস্তি প্রশাসনিক মহলে ।
অন্যদিকে থেকেই শহরের বিভিন্ন রাস্তায়, ওলিতে-গলিতে ঘুরছে প্রচার গাড়ি।রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, পূর্ণ লকডাউন মেনে চলার অনুরোধ করা হচ্ছে শহরবাসী’কে, ওষুধ দোকান ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে বলেও জানানো হচ্ছে।