পত্রিকা প্রতিনিধি: আবারও স্বস্তির খবর বেলদা ও কেশিয়াড়িতে।লাগাতার সংক্রমনের পর আশার আলো জ্বালিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন করোনা আক্রান্তরা।ফের মঙ্গলবার নারায়নগড় ব্লক ও কেশিয়াড়ি ব্লকের মোট চারজনকে ছাড়া হয়েছে করোনা হাসপাতাল থেকে।জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মোট ৩১ জন।বেলদার এক কিশোরী সহ কেশিয়াড়ির এক বৃদ্ধ দম্পতি বাড়ি ফিরছেন এইদিন।
প্রসঙ্গত ১৮ জুলাই নারায়নগড় ব্লকের মান্না অঞ্চলের এক পরিযায়ী কিশোরীর রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসার কারণে ভর্তি করা হয় আয়ুস হাসপাতালে।পাশাপাশি বেলদা থানার বাস্তুপুরা এলাকার ৩৯ বছর বয়সী এক যুবকের কোভিড রিপোর্ট পজিটিভ এলে পাঠানো হয় আয়ুস হাসপাতালে।মঙ্গলবার তাদের রিপোর্টে নেগেটিভ এলে স্বাস্থ্য দপ্তরের গাড়ি করে পাঠানো হয় নিজেদের বাড়িতে।করোনা জয় করে ফেরায় খুশি পরিবার থেকে এলাকাবাসী।
অপরদিকে কেশিয়াড়ির এক বৃদ্ধ দম্পতিও ফিরলেন নেগেটিভ হয়ে।কেশিয়াড়ি মহিলা স্বাস্থ্য আধিকারিক ,বিডিও এর পর ফের সুস্থ হয়ে ফিরছেন ওই দম্পতি।করোনা আক্রান্ত হওয়ার পর দুইজনের চিকিৎসা চলছিল শালবনী করোনা হাসপাতালে।মঙ্গলবার তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর।
করোনা কে জয় করা যায়।সাহস জুগিয়েছে ১৫ বছর বয়সী কিশোরী থেকে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ দম্পতিকেও।তাদের ফিরে আসায় খুশি সকলে।তবে করোনা সংক্রমন নিয়ে এখনও আতঙ্ক কাটছে না এলাকায়॥