পত্রিকা প্রতিনিধি:রাতের চাঁদ কে কে না ভালোবাসে? সুন্দরের কাছে সবাই যেতে চায়।সুন্দর মন না থাকলে সুন্দর জিনিস বোঝা যায় না। তাই রাতের আকাশে উজ্জ্বল চাঁদ কে দেখে সেখানে গিয়ে থাকার ইচ্ছে করে না এমন মানুষের সংখ্যা প্রায় দুষ্কর। কিন্তু সেই ইচ্ছা পূরণ প্রায় সকল মানুষের কাছে অবাস্তব মনে হলেও,কিছু কিছু জন সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে নাছোড় বান্দা !
তেমনই এক জন পার্থ প্রতিম ঘটক।পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার এই ইঞ্জিনিয়ার নিজের শিশু কালের স্বপ্ন পুরনের জন্যে চাঁদের পাঁচ একর জমি কিনে ফেললেন !গত মাসের ২৫ তারিখ চুপিচুপি সেই কাজ সেরে ফেলেছেন পার্থ প্রতিম ঘটক।সব কিছুকি আর চেপে রাখা যায়,তাও আবার চাঁদে জমি কেনার মত ঘটনা!স্বাভাবিক ভাবেই চাঁদে জমিন কেনার কথা প্রকাশ্যে এসেছে।আর তা জানার পরে এই আজব কান্ড নিয়ে আলোচনার শেষ নেই ।সংবাদ সংস্থার দাবী অনুযায়ী ইন্টারন্যাশনাল এসোসিয়েশান অফ হিউম্যান প্ল্যানেটরি এক্সপ্লোরেশানের অন্তর্ভুক্ত লুনর ল্যান্ড কোম্পানীর মাধ্যমে পাঁচ একর জমি কিনেছেন ইঞ্জিনিয়ার পার্থ প্রতিম ঘটক।এর জন্যে তাঁর খরচ হয়েছে ৯৯ ডলার।সংবাদ সংস্থাকে হলদিয়ার শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট (গিরিশ মোড়) বাবা প্রভাত ঘটক,ব্যাবসায়ী। বর্তমানে পার্থআমেরিকার এক সংস্থায় কাজ করে ।কর্মসুত্রে দিল্লীতে থাকেন।এই ইঞ্জিনিয়ার জানিয়েছেন খুব ছোট থেকেই চাঁদ দেখতে ভালো লাগে ।সেখানে যেতে ইচ্ছা করে । তিনি আরও বলেন চাঁদে যেতে পারবো কিনা জানা নেই।তবে সেখানে জমি কেনার সুযোগ পাওয়ায় হাত ছাড়া করতে ইচ্ছা হয়নি। তিনি অবিবাহিত, বলেন বিয়ের পরে সন্তান হলে তাদের রাতের আকাশে চাঁদ দেখিয়ে বলতে পারবো ওখানে আমার জমি আছে !এটাও কম পাওনা নয় ।আশা প্রকাশ করেছে এখন যেতে না পারলেও আগামী ২০-৩০ বছরের মধ্যে মানুষ অবশ্যই চাঁদে যাতায়াত করতে বিজ্ঞানের হাত ধরে।তাই তিনি না পারলেও তাঁর বংশধরেরা চাঁদে কেনা পাঁচ একর জমিতে বসত বাড়ি গড়ে থাকতে পারে।