পত্রিকা প্রতিনিধি: ফের দুই জেলায় রেকর্ড সংখ্যায় করোনা সংক্রমন। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট (১৪ জুলাই) অনুযায়ী দুই মেদিনীপুরে মোট করোনায় আক্রান্ত ১০৭ জন। তার মধ্যে রেল শহর খড়গপুরেই সালুয়ার ই এফ আর ক্যাম্পে ব্যারাকপুর থেকে আসা রাজ্য সশস্ত্র পুলিশের মোট ৪০ জন জওয়ানের করোনা সংক্রমণের হদিশ মেলে মঙ্গলবার। গত সোমবার ওই ক্যাম্পেই মোট ৪২ জন জওয়ান করোনায় সংক্রমিত হন। গত ২৪ ঘন্টায় মোট ৮২ জন রাজ্য পুলিশের সশস্ত্র জমান করোনাই আক্রান্ত হওয়ায় চিন্তায় কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। মঙ্গলবার সকাল থেকেই এস ডি পি ও সুকমল দাস নিজে সরেজমিনে ই এফ আর ক্যাম্প ও সালুয়ার ক্যাম্প সংলগ্ন এলাকা পরিদর্শন করে নিজ হাতে জীবাণুনাশক স্প্রে করেন। এছাড়াও পুলিশ-প্রশাসন মাইকিং করে ওই এলাকাজুড়ে করোনা সচেতনতার পাশাপাশি এলাকার মানুষদের অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরো অনুরোধ জানান। এছাড়াও সালুয়া সংলগ্ন এলাকায় অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের তরফে । মঙ্গলবার আক্রান্ত হওয়া ৪০ জন জওয়ানকে শালবনীর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন আহমেদ জানান , ” আক্রান্ত জওয়ানের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় , শালবনীর কোভিড হাসপাতালে অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে।”
এছাড়াও মঙ্গলবার রেলের ফের নতুন করে ৭ জন আরপিএফ কর্মীর করোনা আক্রান্তের হদিশ মেলে । গত সোমবার রেল এলাকার ১ জন আর পি এফ জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার ফের ৭ জন জওয়ানের শরীরে করোনা সংক্রমিত হওয়ায় ফের আতঙ্কে ভুগছেন ২৬ নং ওয়ার্ডের আর পি এফ ক্যাম্পের জওয়ানরা।মঙ্গলবার রেলশহর খড়্গপুরের সুভাষ নগরে ফের এক ১৭ বছর বয়সী কিশোরীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় কিছুদিন আগেই তাঁর পরিবারের এক সদস্যে করোনায় সংক্রমিত হন। সেই সূত্রেই ওই কিশোরীর দেহে করোনার সংক্রমণ ঘটে।