পত্রিকা প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে রাতের অন্ধকারে নদীতে পড়ে গেল মোটরবাইক। ঘটনায় গুরুতর আহত হয়ে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন এক বাইক আরোহী আরেকজনের খোঁজ মেলেনি। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর কেঠিয়া চাতাল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় শনিবার গভীর রাতে আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন চন্দ্রকোনার বালা গ্রামের বাসিন্দা রাখাল বাগাল (৩০) আর তার সাথে ছিলেন তারই এক আত্মীয় ঘাটালের দুবরাজপুরের বাসিন্দা কার্তিক খান (১৮)। জানা) যায় সেই সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কেঠিয়া চাতাল এলাকায় শিলাবতী নদীতে নিয়ন্ত্রণনিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটে বিপত্তি। রাখাল আর কার্তিক দুজনে নদীর জলে পড়ে গেলে কোনোক্রমে রাখাল পারে উঠে আসলেও খোঁজ মেলেনি কার্তিকের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় রাখালকে ভর্তি করা হয় ঘাটাল হসপাতালে রবিবার সকালে কার্তিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও পরিজনের।
চন্দ্রকোণায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল মোটরবাইক, নিঁখোজ যুবকের সন্ধানে ঘটনাস্থলে এন ডি আর এফ দল
- Advertisement -