পত্রিকা প্রতিনিধি: খড়্গপুরে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩। ২৩জুনের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ওই আক্রান্তের মধ্যে রয়েছেন প্রাক্তন উপ-পুরপ্রধান ।এছাড়াও আক্রান্ত ২ জন পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা। রবিবার স্বাস্থ্য দফতর ও পুলিশ প্রশাসনের তৎপরতায় রেল শহরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মোট ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
অপরদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার ১০ নং ওয়ার্ডে বসবাস করে। তার নিজস্ব একটি সেলুন দোকানে রয়েছে। বৃদ্ধের বয়স ৭৫ করোনা পজেটিভ পাওয়া গেল।জানা গিয়েছে,কয়েকদিন আগে ওই ব্যক্তির এজমা ও শ্বাসকষ্টের অসুস্থ ছিলেন। তার শারীরিক অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা তাকে কলকাতার একটি বেসরকারি নাসিংহোম ভর্তি করে।এরপর ওই ব্যক্তির করোনা সংক্রমণের আশঙ্কায় তার লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।তারপর আজ ওই বৃদ্ধের করোনা পজেটিভ আসায় চিকিৎসকেরা তাকে বেলেঘাটা হাসপাতালে হয়ে পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে আসে।
 
			        