পত্রিকা প্রতিনিধিঃ পরীক্ষা ছাড়াই সেমিস্টার সমাপ্ত ঘোষণা করল আই আই টি খড়গপুর। পঠন চক্রের চূড়ান্ত পর্যায়ের সেমিস্টার ছাড়াই পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। আই আই টি খড়গপুরের পক্ষ থেকে জানা যায়, গত ২৭ মে প্রতিষ্ঠানের সর্বোচ্চ কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
মারণ ভাইরাস করোনার আতঙ্কে লকডাউন শুরু হওয়ার আগেই গত মার্চ মাস থেকেই আই আই টি খড়গপুর পড়ুয়াদের বাড়ি চলে যাওয়ার অনুমতি প্রদান করে। আই আই টি-শ্রেণি কক্ষের পাঠন পাঠন এবং ল্যাবরেটরি ব্যবহার লকডাউনের পূর্বেই বন্ধ করা হয়। শুরু করা হয় ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাস। প্রায় ১৪ হাজার পড়ুয়ার ৯ হাজার বাড়িতেই। এই অবস্থায় দাঁড়িয়ে চূড়ান্ত পরীক্ষা ও প্রাকটিক্যাল নেওয়া সম্ভব নয়। জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর মাস, প্রথমটি বসন্ত কালীন পঠন চক্র ও পরেরটি শরৎকালীন পঠনচক্র। প্রতিটি পঠন চক্রেরই মধ্যবর্তিকালীন চূড়ান্ত এই দুইটি স্তরে মূল্যায়ন হয়। বসন্তকালীন পঠঞ্চক্রের মাধ্যবর্তী কালীন মূল্যায়ন ফেব্রুয়ারি মাসে।
এরপরই শুরু হয় লকডাউন। প্রতিষ্ঠানের সর্বোচ্চ কমিটির সিদ্ধান্তে ঠিক হয়, পড়ুয়াদের ক্লাসে উপস্থিত ও মৌখিক প্রশ্নাবলীর নিরিখেই এবারের মূল্যায়ন করা হবে। এর জন্য একটি কমিটও তৈরি করা হয়।
এখন সমস্যা বিষয় হল যারা ফাইনাল ইয়ারে ডিগ্রি পাবেন তাঁদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এঁদের বেশির ভাগই দেশ ও বিদেশের কোম্পানির জন্য প্লেসমেন্ট পেয়ে গিয়েছেন। জানা গিয়েছে এই বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নিআই আই টি খড়গপুর কর্তৃপক্ষের থেকে।