পত্রিকা প্রতিনিধি: করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতাল থেকে কোভিড থেকে মুক্তি পেয়ে জেলার বাসিন্দারা যেমন বাড়ি ফিরছেন ,তেমনি নতুন করে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে ।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পঞ্চমীর ২ জন বাসিন্দা আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ।জানা যায় একজন বাসিন্দা দিল্লী ফেরত ও অপর বাসিন্দা মুম্বাই ফেরত পরিযায়ী শ্রমিক ।জানা যায় ওই দুইজন যুবক যায় শ্রমিক গত দুদিন আগে বাড়ি ফেরার সময় তাদের লালা রস সংগ্রহ করে কোভিড টেস্টের জন্য পাঠানো হয়।আজ সকালে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে ।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় একজন যুবকের বয়স ১৯ বছর, অপরজনের ৩৫ বছর।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন,দিল্লি ও মুম্বাই ফেরত দুই যুবকের শরীরে কোন ভাইরাসের সন্ধান মিলেছে বৃহস্পতিবার জেলায় মোট ৬৮৭ জনের নমুনা সংগ্রহ করে কোভিড টেস্টের পরীক্ষা করা হয় ।আজ সকালে কেশপুরের পঞ্চমী এলাকায় দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে ।
অপরদিকে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামালডিহি গ্রামের তিনজন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন । গত ২০ মে দুই যুবক ও এক মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে ।শুক্রবার সকালে করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন । এদের মধ্যে দুই মহিলা হলেন রিয়া মাইতি ও জয়ন্তী পড়িয়া ও যুবকের নাম অমিত মাইতি ।এরা প্রত্যেকেই দাসপুর১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ।
এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ জন করো না মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ।এরা হলেন মির গুলজার, হরিপদো মুর্মু ,সুরেন টুডু।
মেদিনীপুর সদর ব্লকের একজন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।নাম মেহেতার খান ।এ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় শুক্রবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২, এবং করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন জেলার ৭ জন ।