পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার মোট ৬ জন করোনা আক্রান্তের হদিস মেলে । প্রথম তিনজন যুবক কেশপুর ব্লকের বাসিন্দা, যাঁরা প্রত্যকেই মুম্বাই থেকে ফিরেছিলেন। ১৭ মে তাদের থার্মাল স্ক্রিনিং এর পাশাপাশি লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। কেশপুরের তিনজন আদিবাসী সম্প্রদায়ের যুবক ।বৃহস্পতিবার সকালে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে।
অপরদিকে, দাসপুরের বাসুদেবপুর পঞ্চায়েতের অন্তর্গত, কামালডিহি গ্রামের দুই মহিলা সহ এক যুবকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ।কামালডিহি গ্রামে পৌঁছেছে পুলিশ ও প্রশাসন।আক্রান্ত যুবক দিল্লি থেকে গত ১৪ মে ফিরেছিলেন বলে জানা গেছে। তাঁর নিজের বৌদি এবং একই গ্রামের অন্য এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে স্থানীয় প্রশাসন সূত্রে। গোটা গ্রাম এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে এবং পুলিশি নজরদারির আওতায় আছে। দমকলকর্মীরা ইতিমধ্যে গ্রামটি স্যানিটাইজ করেছে। স্থানীয় বিডিও এবং প্রশাসনিক আধিকারিকরা গ্রামবাসীদের কাছে আবেদন করেছেন, বাড়ি থেকে না বের হতে! পুলিশ প্রশাসন এই ক’দিন প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে বলে আশ্বস্ত করা হয়েছে। ইতিমধ্যে, তিনজনকেই করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। একইদিনে, জেলায় মোট ৬ জন আক্রান্ত হওয়ার খবরে,স্বাস্থ্য দপ্তরে আধিকারিকদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল