0
পত্রিকা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় নিয়ে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সভাকক্ষে বৈঠকে তিনি বলেন, “ঝড়ে রাজ্যের অন্যান্য জেলার তুলনায় ঝাড়গ্রামে ক্ষতির পরিমাণ অনেকটাই কম। তবে কৃষি ক্ষেত্রে ৬১শতাংশ জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। কিছু বাড়ির ছাউনি ঝড়ে উড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে নির্ধারিত রিপোর্ট জমা দেব। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর, ঝাড়গ্রাম জেলার দুই বিধায়ক দুলাল মুর্মু ও চূড়ামণি মাহাত, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী ছাড়াও বিভিন্ন দফতরের আধিকারিকরা।