Jhargram | Paschim Medinipur : দেশের রাজধানীতে তৈরি হলো নতুন ইতিহাস। শুক্রবার সকালে দিল্লির লোটাস টেম্পল এলাকায় উত্তর ভারত বেড়াতে যাওয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সুবর্ণরৈখিক অববাহিকার ৫৮ জন ভ্রমনার্থীদের আপ্যায়ন করার পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করলেন সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা,আমারকার গর্ব”-এর দিল্লী শাখার সদস্য-সদস্যরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দেশের রাজধানীতে তৈরি হলো নতুন ইতিহাস। শুক্রবার সকালে দিল্লির লোটাস টেম্পল এলাকায় উত্তর ভারত বেড়াতে যাওয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সুবর্ণরৈখিক অববাহিকার ৫৮ জন ভ্রমনার্থীদের আপ্যায়ন করার পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করলেন সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা,আমারকার গর্ব”-এর দিল্লী শাখার সদস্য-সদস্যরা।
আরও পড়ুন : “Kharagpur IIT কর্তৃপক্ষ অসহযোগিতা করছে, ছেলের মৃত্যু স্বাভাবিক নয়”, মন্তব্য মৃত ছাত্রর বাবার
এদিন সকালে ভ্রমনার্থীদের দলটি লোটাস মন্দির এলাকায় পৌঁছালে ফুল,চন্দন দিয়ে তাদের বরণ করেন নেন দিল্লীর সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা।ভ্রমানার্থী দলের সর্বাধিনায়কে সুবর্ণরৈখিক এলাকার কৃষি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ “গামছা” দিয়ে বরণ করে নেওয়া হয়। সমস্ত ভ্রমণার্থীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। সুবর্ণরৈখিক পরিবারের সদস্যরা ভ্রমানার্থীদের চা-পানের ব্যবস্থার পাশাপাশি তাদের হাতে কিছু খাদ্য সামগ্রীও তুলে দেন।
আরও পড়ুন : ফের বেফাঁস দিলীপ ঘোষ! বললেন “প্রয়োজনে গলায় পা তুলে দেব”
আরও পড়ুন : পাঁশকুড়ায় বাজি বিস্ফোরণ কান্ডের নমুনা সংগ্রহে ফরেনসিক দল
Jhargram | Paschim Medinipur
এদিনের কর্মসূচিতে দিল্লীর সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কমল কুমার রক্ষিত, সহ-সভাপতি চন্দন জানা,সম্পাদক সমীর দন্ডপাট, সহ-সম্পাদক রঞ্জিত পড়িহারী, কোষাধ্যক্ষ প্লাবন ভুঁইয়া,সহ-কোষাধ্যক্ষ পবন বাসুরী, এডিটর রাহুল পড়িহারী, সদস্য অরুণ গিরি,নন্দলাল বাসুরী,তাপস বটব্যাল,হরেন বাসুরী সহ অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন : কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করতে ৫ সদস্যের প্রতিনিধি দল
আরও পড়ুন : মেদিনীপুর মুক্ত সংশোধনাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী, খোঁজে পুলিশ
দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের এই উদ্যোগকে গ্রুপের পরিচালকদের পক্ষে বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা স্বাগত জানিয়েছে। কর্মসূত্রে দিল্লীতে থাকা নিজেদের এলাকার মানুষজনের কাছ থেকে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত সমস্ত ভ্রমানার্থীরা।
আরও পড়ুন : সামনেই অডিট! তার আগেই নথি লোপাটের অভিযোগ দাসপুরের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram | Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali