Telia Bhola Fish : পূর্ব মেদিনীপুরের দিঘায় মিলল প্রায় ৫৫ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ। দক্ষিণ ২৪ পরগনার নৈনানের বাসিন্দা শিবাজী কবির মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায়। আর ওখানেই এদিন ১৩ লক্ষ টাকা দামে বিক্রি হয়েছে মাছটি। টানা তিন ঘণ্টা দরদামের পর ২৬ হাজার টাকা কিলো দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের পূর্ব মেদিনীপুরের দিঘায় মিলল প্রায় ৫৫ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ। জানা গিয়েছে, এই তেলিয়া ভোলার পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে। সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা বলেন, “এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয়।”
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিশুই-এর পদত্যাগ ঘিরে জল্পনা
দক্ষিণ ২৪ পরগনার নৈনানের বাসিন্দা শিবাজী কবির মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায়। আর ওখানেই এদিন ১৩ লক্ষ টাকা দামে বিক্রি হয়েছে মাছটি। টানা তিন ঘণ্টা দরদামের পর ২৬ হাজার টাকা কিলো দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা। মাছটির মোট ওজন প্রায় ৫৫ কেজি। বল্লম (কেজিতে ৫ শতাংশ অতিরিক্ত ওজন) এবং ডিমের জন্য ৫ কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় ৫০ কেজি।
Telia Bhola Fish
আরও পড়ুন : মোহনবাগান-ইস্টবেঙ্গল ফুটবল খেলা উৎসাহ জোগালো মেদিনীপুরের ক্রীড়া প্রেমীদের
আড়তদার কার্তিক বেরা বলেন, “এই মাছটি স্ত্রী ছিল। পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম । ৬ দিন আগে পুরুষ ৩০ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা বিক্রি হয়েছিল ৯ লক্ষ টাকায়।” দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কার্যকর্তা ও স্থানীয় আড়তদার নবকুমার পয়ড়্যা বলেন, “এই মাছ বছরে ২ থেকে ৪টি ওঠে। যার জালে জড়ায় তাঁরই কপাল খুলে যায়।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চুরি যাওয়া ২৪ টি বাইক উদ্ধার সহ গ্রেফতার ২
আরও পড়ুন : গুড়গুড়িপাল হাইস্কুলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ! তদন্ত কমিটি গঠন জেলা শিক্ষা দফতরের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Telia Bhola Fish
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore