0
পত্রিকা প্রতিনিধি:ফের করোনা পজিটিভের হদিশ মেদিনীপুর শহরে । সিপাইবাজার ,সুভাষ নগর,বটতলা চকের পর এবার শহরের ১৬ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধের শরীরে করোনা পজিটিভ মিলেছে । জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে । এদিকে ১৬ নম্বর ওয়ার্ডে করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাপা আতঙ্ক তৈরি হয়েছে । রবিবার পুলিশ গিয়ে ওই ওয়ার্ডের সোহাগীলেন এলাকায় গার্ডরেল বসিয়ে কনটেইনমেন্ট জোন করা হয়েছে । স্বাস্থ্য দফতর থেকে বারবার বলা হচ্ছে আতঙ্কিত না হয়ে সচেতন হোন এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন