Fraud news
আরও পড়ুন ঃ–অরণ্য সপ্তাহে তিন লক্ষ চারা বরাদ্দ মেদিনীপুরবাসীর জন্য
পত্রিকা প্রতিনিধিঃ মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে ১২লক্ষ টাকা প্রতারনা করার অভিযোগে দু-জনকে গ্রেফতার করে ছিল ঝাড়গ্রাম পুলিশ। মঙ্গলবার ৪ দিনের পুলিশ হেফাজতের পর ফের তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজত নির্দেশ দেন।
প্রসঙ্গত,ঝাড়গ্রাম(Jhargram) শহরের বাসিন্দা অর্নব ঘোষ দাস মেডিক্যাল(Medical) কলেজে ভর্তি হওয়ার কথা তার পরিবারের সদস্যদের জানান। এরপর অর্নব ঘোষ দাসের বাবা হঠাৎই করোনা আক্রন্ত হয়। ফলে বন্ধ থাকে তার কলেজে ভর্তির প্রস্তুতি। আর ঠিক সেই সময় অভিযুক্ত নিজেকে শুভাশিস আগরওয়াল পরিচয় দিয়ে তার বাড়িতে ফোন করেন।তবে অর্নবের মা ফোন ধরলে তাকে বলে ছেলেকে মেডিক্যাল(Medical) কলেজে ভর্তি করে দিতে পারবে সে। এরপরে ঝাড়গ্রামের(Jhargram) বাড়িতে শুভাশিস একবার আসে। ১২ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি করার জন্য লাগবে বলে জানায়। এরপর অন-লাইনে সেই ১২ লক্ষ টাকা অর্নবের পরিবার প্রদান করে দেয়। এরপর অর্নব’কে বাঁকুড়া(Bankura) মেডিক্যাল(Medical)কলেজে আসতে বলে। সেই মতো সে ওই কলেজে গিয়ে সারাদিন অপেক্ষা করার পরেও কারো দেখা মেলেনি। তারপর থেকে ওই ব্যক্তির ফোন সুইচ অফ হয়ে যায়। তখনই তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।এরপর ওই যুবক ও তার পরিবার ঝাড়গ্রাম(Jhargram সাইবার(Cyber) ক্রাইমে(Crime) তাকে মেডিক্যাল কলেজে ভর্তির নাম করে ১২ লক্ষ টাকা প্রতারনা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে ঝাড়গ্রাম(Jhargram) জেলা পুলিশ কলকাতা পুলিশের সহযোগিতায় কলকাতা(Kolkata) থেকে শুভাশীষ পতি ও নিতু রায় নামের এক মহিলাকে গ্ৰেফতার করে। ইতিমধ্যে পুলিশ ধৃত ওই পুরুষ ও মহিলার কাছ থেকে দুটি ল্যাপটপ,বেশ কয়েকটি ফোন এবং বেশ কিছু নথি পত্র উদ্ধার করা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fraud news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore