ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কেশপুরে অভিষেকের জনসভায় বিপুল সংখ্যক জমায়েতের লক্ষ্য মাত্রা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেই লক্ষ্যে প্রতিটি ব্লক ও শহর এলাকা থেকে কত সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থক অভিষেকের জানসভায় যাবেন দলীয়ভাবে তার হিসেব নিকেশ হয়ে গিয়েছে আগেই। কর্মীসংখ্যা অনুযায়ী বাস ও ছোটগাড়ি ভাড়া করা হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এ বিষয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত বলেন, ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক ও পাঁচটি পুরসভা থেকে মোট ১২০ টি বাস এবং প্রায় দু’শো ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনমত বাস না মেলায় ছোটগাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, জনসভা ঘিরে আজ রাস্তায় যাত্রীবাহী বাস অমিল হতে পারে। তাই সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Abhishek Banerjee Meeting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper