বর্তমানে একাধিক সিনেমা তে কর্মরত প্রভাস তার নতুন ছবির পোস্টার প্রকাস করল তার অনুরাগী দের জন্য। কি নাম ছবির ?
নতুন ছবির নাম “সালার”
“বাহুবলি” ছবির নায়ক প্রভাস , এবং ‘কেজিএফ’ সিনেমাখ্যাত পরিচালক প্রশান্ত নীল, মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অ্যাকশনধর্মী সিনেমা সালার। সবচেয়ে হিংস্র মানুষ, একজনই, সবচেয়ে হিংস্র। সিনেমার প্রতি ভালোবাসা থেকে ভাষার দেওয়াল ভেঙে আপনাদের সামনে একটি ভারতীয় সিনেমা নিয়ে আসছি। প্রভাস স্যারকে স্বাগত।’