পত্রিকা প্রতিনিধি : বেলদাতে করোনা সংক্রমিত হয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষক।সংক্রমন দ্রুত ছড়িয়েছিল তাদের পরিবার।গত ২০ জুলাই করোন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।তারপরে পরিবারের নমুনা সংগ্রহ হলে পরিবারের ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।শিক্ষক বাদে পরিবারের বাকি করোনা আক্রান্ত সদস্যরা বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।তবে সপ্তাহ খানেক পর শিক্ষক সহ বাকিরা সুস্থ হলেও ফের রিপোর্টে স্ত্রী ও বছরের এক কন্যার পজিটিভ অাসে।জানা গিয়েছে শিক্ষকের স্ত্রী কন্যা সহ পরিবারের মোট চারজনের ২৭ জুলাই নমুনা সংগ্রহ হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।অপর দুজনের নেগেটিভ এলেও এখনও করোনা মুক্ত নয় শিক্ষকের স্ত্রী ও কন্যা।যদিও তারা হোম আইসোলেশনে রয়েছেন।
করোনা থেকে সুস্থতা হার বাড়লেও পরিবারের মধ্যে করোনা সংক্রমনে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে।যদিও আগের মতোই শিক্ষক স্ত্রী ও কন্যা বাড়িতেই চিকিৎসাধীন।