পত্রিকা প্রতিনিধি: ২৮ জুন জেলা স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী দুই জেলায় মোট ১৭ জনের করোণা আক্রান্তের হদিস মেলে। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের সাত জন এবং পূর্ব মেদিনীপুরের দশ জন রয়েছেন।অপরদিকে ১৩ জন করোনা রুগী বড়মা করোনা হাসপাতাল থেকে রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।কয়েক দিন আগে৫৫ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরও ১৩ জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুখে।জানা গিয়েছে,এই ১৩ জনের মধ্যে হলদিয়ার ৩,মহিষাদলের ৫, এগরার ৫ জন রয়েছেন।আজ এই ১৩ জন করোনা রুগীর সুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান হাসপাতালের অবজারভার আবজল আলী শা।তিনি পরিদর্শন করেন গোটা হাসপাতাল চত্তর।রুগীদের সাথে কথা বলেন।তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চান।এবং ওই ১৩ জন সুস্থ করোনা রুগীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।তাঁর এই মহতী কাজে রুগীরা ও হাসপাতালের স্টাফরা অত্যন্ত খুশী হন।হাসপাতালের সুপারভাইজার কিশোর মাদুলী জানান- “করোনা হাসপাতালে থেকে রুগীদের সাথে মিলেমিশে খুব ভালো লাগছে।আনন্দিত হয়েছি আস্তে আস্তে আমাদের বড়মা হাসপাতাল থেকে সব রুগীই সুস্থ হয়ে উঠছেন।এবং আমাদের এম. ডি আবজল বাবুর এইভাবে রুগীদের সংবর্ধনা দেখে খুব ভালো লেগেছে।”
ফের দুই জেলায় মোট আক্রান্ত ১৭,অন্ধকারে আলোর রেখা, করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ১৩ জন
- Advertisement -