পত্রিকা প্রতিনিধি : বাবার উপর রেগে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর সবং ব্লকের জুলকাপুর এলাকায়। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে বিজয় মানা দুই ছেলে বৌমাকে নিয়ে সংসার। ছোট ছেলে বিকাশ মানা বাবা-মার কাছ থেকে কয়েক বছর ধরে আলাদা রয়েছে। পেশাগত হিসেবে গাড়ীচালক। গত পরশু বিকাশ মদ্যপান করে এসে ছেলেকেও বউকে বেধড়ক মারধর করে।আর তারই প্রতিবাদ করায় মধ্যরাতে বাবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলে বিকাশ মানা বাবা জানান গতকাল আমার ছেলে বিকেলে এসে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়, এবং অসভ্য গালিগালাজ দিয়ে যায়। তারপরই গতকাল রাতে আমরা ঘুমিয়ে যাওয়ার পর ছেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতী কে নিয়ে এসে। এলাকাবাসীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়।বাড়ির জিনিসপত্রের প্রচুর ক্ষতিও হয়েছে। এই ঘটনার সময় থানায় অভিযোগ করে ছেলের বাবা। মধ্যরাতেই ঘটনাস্থলে আসে সবং থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
2