Amit Shah is coming to Medinipur
আরও পড়ুন ঃ-যে দলের ভেতরে গনতন্ত্র নেই , সে দল বাংলায় কি গনতন্ত্র আনবে, মন্তব্য কনিষ্কের
পত্রিকা প্রতিনিধিঃ ১৯ ডিসেম্বর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মেদিনীপুর সফরকে ঘিরে ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে বিজেপির নেতা কর্মীদের মধ্যে । তৎপর প্রশাসনও। শহরে একগুচ্ছ কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে অমিতের। রয়েছে তাঁর ঠাসা কর্মসূচি । হেলিকপ্টার করে শহরে পা দিয়েই অমিত শাহ প্রথমে যাবেন ঐতিহাসিক স্মৃতিবিজড়িত কর্ণগড় মহামায়া মন্দিরে । সেখানে পুজো দিয়ে ফেরার সময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলবেন । এরপর ক্ষুদিরামের স্মৃতিবিজড়িত তাঁর জন্মস্থান হবিবপুরের যাওয়ার কথা রয়েছে ।
এরপর শহরের স্পোর্টস কমপ্লেক্সে ৬ টি সাংগঠনিক জেলা অর্থাৎ মেদিনীপুর, ঘাটাল , তমলুক, হলদিয়া ও ঝাড়গ্রাম ও বাঁকুড়া সাংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। স্পোটস কমপ্লেক্সেই দ্বিতীয় পর্যায়ে কৃষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর হেলিকপ্টারে করে শান্তিনিকেতনে চলে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর কোনো রকম যাতে ফাঁকফোকর না থাকে সে জন্য তৎপর হয়েছে রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব ও পুলিশ প্রশাসন । সোমবার বিজেপির নেতৃত্বে হেলিপ্যাড এলাকা কর্ণগড় মন্দির, ক্ষুদিরামের জন্মস্থান হবিবপুর পরিদর্শন করবেন।
তারপর খড়্গপুরে হাই রোডের পাশে একটি হোটেলে বৈঠক করেন বিজেপি নেতারা । উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, জেলা বিজেপি সভাপতি সমিত দাস , অরূপ দাস, সৌমেন তেওয়ারি প্রমুখ । অমিত শাহর প্রথমে বনগাঁ আসার কথা ছিল সেই সফর বাতিল করে সেটা মেদিনীপুর করা হয়েছে কেন সফর সূচি বদল তা নিয়ে মুখ খুলেছেন না বিজেপি নেতৃত্ব।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Amit Shah is coming to Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore