Home » Medinipur : চোর সন্দেহে মেদিনীপুরে পিটিয়ে খুন যুবককে, আটক ৪

Medinipur : চোর সন্দেহে মেদিনীপুরে পিটিয়ে খুন যুবককে, আটক ৪

by Biplabi Sabyasachi
0 comments

Young man beaten to death in Medinipur on suspicion of theft, arrested 4

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকায়। মৃত যুবকের নাম শেখ পল্টু (২৯)। মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকার বাসিন্দা। শরীরে একাধিক আঘাতের চিহ্ণ। পরিবারের লোকজনের দাবি তাকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। পুলিশ তদন্তে নেমে আটক করেছে চারজনকে।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে রেল লাইনের ধারে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক ব্যাক্তির অচৈতন্য দেহ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য

Medinipur
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- তমলুকে লরি ভর্তি ভোজ্যতেলের গাড়ি চুরির ঘটনায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ পল্টুকে সোমবার রাতে তোড়াপাড়া এলাকায় দেখে স্থানীয় কেউ চোর সন্দেহ করেছিল। তা থেকেই বেশকিছুজ নাকি ঘিরে ধরে তাকে। এরপর তাকে বেধড়ক পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করার পর এলাকায় লোকালয়ের রাস্তার উপর ফেলে রেখেই পালায় সেই লোকজন। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় রাস্তার উপর থেকে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ।

Medinipur

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে শোওয়ার ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ, খুন না আত্মহত্যা, ধোঁয়াশায় পুলিশ

Advertisement

আরও পড়ুন:- সাতসকালেই আলুর জমি থেকে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে

পরিবারের লোকজন দাবি করে, তাঁকে পরিকল্পিত ভাবে ভাবে স্থানীয় ক্লাবের ছেলেরা পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশ তাদের গ্রেফতার করে দ্রুত তদন্তে নামুক। লিখিত অভিযোগ জমা পড়ে কোতয়ালী থানার পুলিশের কাছে। ঘটনায় তোড়াপাড়া, সিপাইবাজার সহ পাশপাশি এলাকাতে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দিতে। পুলিশ সুপার দিনেশ কুমার জানান, “পুলিশ তদন্ত করছে। তবে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে এই ঘটনায়।”

আরও পড়ুন:- মাধ্যমিক পরীক্ষার দিনেই জন্ম নিল কন্যা সন্তান, পাশে নিয়ে পরীক্ষা দিলেন পশ্চিম মেদিনীপুরের অমৃতা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Purba Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.