পত্রিকা প্রতিনিধি : দীঘায় বালিয়াড়ির ঝাউ জঙ্গল থেকে বালি খুঁড়ে এক বধূর দেহ উদ্ধার করে পুলিশ ।ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনায় পুলিশ মৃত গ্রেপ্তার করেছে এছাড়া জিজ্ঞাসাবাদ করার জন্য মৃত বধূর নয় এবং বারো বছরের ছেলে মেয়েকে থানায় নিয়ে যাওয়া হয় ।পুলিশের প্রাথমিক অনুমান লগ্নে কাজকর্ম না থাকায় আর্থিক সংকটে পড়েছিল ওই পরিবার শান্তির কারণে ওই খুনের ঘটনা ঘটতে পারে জানিয়েছে ।নিউ দিঘার রতনপুরের বাসিন্দা শেখ সাবির পেশায় রিকশাচালক । সোমবার সকাল থেকে স্ত্রী সাকিনা বিবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় মিসিং ডায়েরি করতে যান তিনি ।তার আগে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর না পাওয়া গেলে তবেই মিসিং ডায়েরি করতে বলে পুলিশ।ওই ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরাও খোঁজ নিতে শুরু করেন ।নিউ দিঘার সাইন সেন্টার থেকে কিছুটা দূরে ঝাউ জঙ্গলের ভেতরের দিকে পায়ের ছাপ ধরে প্রতিবেশীরা এগিয়ে গেলে ওড়নার একাংশ বেরিয়ে থাকতে দেখেন তারা ।পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বালি খুঁড়ে দেহ উদ্ধার করে ।সেখ সাবির গিয়ে দেহ শনাক্ত করে ।তারপর জিজ্ঞাসাবাদের জন্য সেখ সাবিরকে থানায় নিয়ে যায় পুলিশ ।পরে তাকে গ্রেপ্তার করা হয় ।ওই যুবকের বাড়ি নদীয়ার শান্তিপুরে ।১৩ বছর আগে দীঘায় এসে মৎস্যজীবীদের ট্রলারের কাজে যোগ দিয়েছিলেন তিনি।প্রেম করে বিয়ে করেন সাকিনাকে ।পুলিশ জানতে পেরে ওই যুবকের প্রথম পক্ষের স্ত্রী রয়েছে নদীয়াতে ।এখানে দ্বিতীয় বিয়ে করেছিল যুবক মাঝে মাঝে পারিবারিক অশান্তি হতো ।তারপরেই যুবকের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় ।
বালিয়াড়ি খুঁড়ে বধুর মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার স্বামী
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -