Suvendu Adhikari : “২০১১ এর আগে কোথায় ছিলেন বাবুসোনা? দেখিনি তো যেদিন নন্দীগ্রামে লড়ি।” শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সোনাখালির সভা থেকে অভিষেক ব্যানার্জীকে নিশানা করে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ১৩ তারিখ বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি হিসেবে এদিন সভার আয়োজন করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “২০১১ এর আগে কোথায় ছিলেন বাবুসোনা? দেখিনি তো যেদিন নন্দীগ্রামে লড়ি।” শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সোনাখালির সভা থেকে অভিষেক ব্যানার্জীকে নিশানা করে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ১৩ তারিখ বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি হিসেবে এদিন সভার আয়োজন করে।
আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে
মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। অভিষেকের পাশাপাশি মমতা ব্যানার্জীকেও কটাক্ষ করেছেন শুভেন্দু নিজের বক্তব্যে। অভিষেক ব্যানার্জী সম্প্রতি শুভেন্দু অধিকারীর অডিও রেকর্ড নিয়ে যে মন্তব্য করেছিলেন তাকে চ্যালেঞ্জ করেছেন। এদিন শুভেন্দু বলেন, ”আপনি এত কাঁপছেন কেন? এত উত্তেজিত হচ্ছেন কেন?
আরও পড়ুন : অমানবিক! মেদিনীপুরে রক্তাক্ত অবস্থায় বাস থেকে নেমে পড়ে রইলেন ৫ ঘন্টা, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ
Suvendu Adhikari
ই. ডি. ট্রানজাকশনগুলো জিজ্ঞেস করেছে তো? কত টাকা ব্যাংককে সরিয়েছেন, বিনয় কিভাবে টাকা নিয়ে আসতো, প্রতীক দেওয়ান টাকা কোথায় রাখত, আপনার ভাই আকাশ ব্যানার্জি গিয়ে কোথা থেকে টাকা তুলতো? আপনার পিএ সুমিত টাকাগুলো কোথায় গুছিয়ে রাখত? খুব রগড়েছে না ভিতরে বাবুসোনা? ওই জন্য বাইরে এসে কাঁপছেন আপনি। আপনাকে যেতে হবে ভেতরে। নিশ্চিন্তে থাকুন থাকতে হবে মধু কোড়ার সঙ্গে।
আরও পড়ুন : বন দফতরের অনুমতি ছাড়া কেশপুরে কাটা হলো গাছ, বাজেয়াপ্ত শতাধিক গাছের ল
আপনাকে দুটো প্রশ্ন-থাইল্যান্ডের ব্যাংককে যে টাকা গিয়েছে অনুপ মাঝির অ্যাকাউন্ট থেকে রুচিরার চেক-এ , ইনি কে?” শুভেন্দুর আরও বলেন, “পা চাটা কিছু আইপিএস অফিসার ছাড়া পিসি ভাইপোর নম্বর কেউ জানে না। আমাদের ফোন নম্বর ২০০৬ সাল থেকে একই আছে। কোনো পরিবর্তন হয়নি। আপনার ও আপনার পিসির অত্যাচারে স্বাভাবিক ফোন কল ধরতে পারি না। স্বাভাবিক ফোন কল এলে বলি হোয়াটসঅ্যাপ কল করুন।
আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের
আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০
কারণ পিসি আর ভাইপো লোকাল থানাকে দায়িত্ব দিয়ে রেখেছে সবার ফোন ট্যাপ করার জন্য। পুলিশ সুপারকে বসিয়ে রেখেছে সমস্ত বিজেপি নেতার ফোন ট্যাপ করার জন্য। আমার ফোন তো ট্যাপ হবেই। আমি আপনাকে বলে রাখি-আপনি বলেছেন অডিও আছে। অডিও আপনি প্রকাশ করুন আমার কোন সমস্যা নেই। মাথা আমার উঁচু আমি ডিক্লেয়ার আনম্যারেড। সিপিএমকে উৎখাত করেছি আপনার পিসি এবং আপনাকেও উৎখাত করব।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper