Home » “বন্যা নিয়ন্ত্রণে গত দশ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন !”, খড়্গপুরে এসে মমতাকে কটাক্ষ দিলীপের

“বন্যা নিয়ন্ত্রণে গত দশ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন !”, খড়্গপুরে এসে মমতাকে কটাক্ষ দিলীপের

by Biplabi Sabyasachi
0 comments

flood

আরও পড়ুন ঃ পুজোর পর নয়, এখনই খোলা হোক বিদ্যালয়, ছাত্র ও শিক্ষক সংগঠনগুলির দাবি পশ্চিম মেদিনীপুরে

পত্রিকা প্রতিনিধিঃ ” মমতা ব্যানার্জী (Mamata Banerjee) অভ্যাস হয়ে গেছে নিজে কোন কাজ না পারলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় ” দিল্লি(Delhi) সফর সেরে খড়গপুরে(Kharagpur)পৌঁছে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির(Bjp)রাজ্য সভাপতি(State President) তথা মেদিনীপুরের সাংসদ(MP) দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এদিন তিনি দিল্লি(Delhi) থেকে ট্রেনে(Train) হিজলি(Hijli)স্টেশনে(Station) এসে পৌঁছে সাংবাদিকদের(Journalist) প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতা ব্যানার্জি’র(Mamata Banerjee) অভ্যাস হয়ে গেছে নিজে কোন কাজ না পারলে অন্য কারো ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। গত ১০ বছর ধরে উনি এরাজ‍্যে মুখ্যমন্ত্রী আছেন। বন্যা নিয়ন্ত্রণে উনি কি করেছেন ? বন‍্যা থেকে কলকাতা’কে বাঁচাতে পারছেন না।

Rich results in Google SERP when searching for "flood"
নিজস্ব চিত্র

তাছাড়া ৩ বছর আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল। তিনি গেলেন দুই দিনাজপুর, মালদা ভেসেছিল। উনি গেলেন জলের ওপরে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে চলে এলেন।আর এবারও ছবি তুলে চলে গেছেন। উনি ভেবেছেন আবার পরের বছর বন্যা হবে একই রকম ছবি উঠবে। সাধারণ মানুষের কোন পরিবর্তন হচ্ছে না। তাছাড়া হাজার হাজার কোটি টাকা কেন্দ্র রাজ্যকে দিয়েছে সে টাকা গুলো গেল কোথায়। সব উনার ভাইদের পেটে চলে গেছে। তাছাড়া সবং-এর কেলেঘাই(Kelaghai)কপালেশ্বরি নদীর(River) ২২৫ কোটি টাকা মানস বাবু দিল্লি (Delhi) থেকে নিয়ে এসেছিলেন। আর সে টাকা কোথায় গেল? নদীটায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিভিসি(DVC) রাজ্য সরকারের(State Government) সাথে কথাবার্তা বলে জল ছাড়ে। এখন সামলাতে পারছে না তাই ডিভিসি(DVC) কে দোষ দিচ্ছে।

flood

আরও পড়ুন ঃ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পথ দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

তিনি আরও বলেন, দেব(Dev) গত ৭ বছর সাংসদ(Mp) ও উনার দিদি মন্ত্রী(Minister)। ভেবেছিলো এই ভাবেই চলে যাবে। মানুষ কি জন্য ভোট দিয়েছিল বন্যা হলে ভাসবে বলে ? এখন বলছে দিদি প্রধানমন্ত্রী হলে সব কাজ হবে। সাতমন তেল হবে আর রাধা নাচবে। এর জন্য কেউ বেঁচে থাকলে দেখে যাবে। আমি এখনো রাজ্য সভাপতি(State President) দেড় বছর ধরে আছি। কেউ কারো কাছে নাম চাইনি। কেন্দ্রের(Central) লোকের কাছে যথেষ্ট খোঁজ খবর আছে। তারা যদি কিছু মনে করেন, করবেন। দলের সংবিধান আছে। সেই সংবিধান অনুযায়ী আমি দলের সভাপতি। ২২-এর শেষ পযর্ন্ত মাননীয় নাড্ডা জি ও আমি এই কমিটিতে আছি। দল যদি মনে করবে কোন পরিবর্তন করবে তাহলে সেটা সবার সাথে কথা বলেই করবে।

আরও পড়ুন ঃ বাড়ি-জমির একাংশ নদীগর্ভে,ঘুম উড়েছে মেদিনীপুর গ্রামীণ এলাকার মানুষদের,অন্যত্র পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের

for this reason he was not came. But he and his father came. As a result i am go. for this reason he was not came. But he and his father came. As a result i am go. for this reason he was not came. But he and his father came. As a result i am go. for this reason he was not came. But he and his father came. As a result i am go.

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

flood

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.