Viral CPM Letter : ভাইরাল চিরকুটে চাকরির ‘সুপারিশ’। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্য রাজনীতি যখন তোলপাড়, ঠিক সেই মুহূর্তে ভাইরাল হলো সিপিএমের লোকাল কমিটির প্যাডে হাতে লেখা চাকরির ‘সুপারিশপত্র’। তারপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাইরাল হওয়া চিঠিটিতে তারিখ রয়েছে ২৭ ডিসেম্বর, ২০০৮ সাল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভাইরাল চিরকুটে চাকরির ‘সুপারিশ’। (ভাইরাল সুপারিশপত্রের সত্যতা যাচাই করেনি বিপ্লবী সব্যসাচী ডিজিটাল)। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্য রাজনীতি যখন তোলপাড়, ঠিক সেই মুহূর্তে ভাইরাল হলো সিপিএমের লোকাল কমিটির প্যাডে হাতে লেখা চাকরির ‘সুপারিশপত্র’। তারপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাইরাল হওয়া চিঠিটিতে তারিখ রয়েছে ২৭ ডিসেম্বর, ২০০৮ সাল।
যার উপরে লাল রঙে ছাপানো লেখা, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), পাচরা লোকাল কমিটি। নীচে কমরেড খগেন্দ্রনাথ মাহাতোর উদ্দেশ্যে লেখা হয়েছে। লেখা আছে, ‘কমরেড, আমি শ্রী মোহিতলাল হাজরা গ্রাম পালজাগুল পোস্ট জাগুল জেলা পশ্চিম মেদিনীপুর জানি ও চিনি। এবং খুব দুঃস্থ পরিবারের ছেলে। বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত। একে আপনার কাছে পাঠালাম। ধেড়ুয়া অঞ্চল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ ডি পদে যে লোক নেওয়া হবে, সেই বিষয়ে যাহাতে একে নেওয়া যায়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে অনুরোধ করছি।
পরে আপনার সাথে সাক্ষাৎ করে নেব।’ নীচে প্রেরকের নাম লেখা জয়জিম আহাম্মদ। এই চিঠি ভাইরাল হতেই সিপিএমকে বিঁধতে শুরু করেছে শাসক শিবির। এক তৃণমূল নেতা বলেন, “দু-তিনবারে মাধ্যমিক পাশ করা সিপিএমের ক্যাডারও প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছে। বাম আমলে ‘চিরকুটে’ চাকরি দেওয়া হত।”
তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, “সিপিএম কী করেছিল, সেটা সকলেরই জানা। এ ভাবেই চাকরি হত।” এক বাম নেতা বলেন, “বামদলগুলিতে জনপ্রতিনিধির কাছে চিঠি লিখেই তখন আবেদন বা সুপারিশ করা হত।” তবে সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, এমন কিছু হয়েছে কি না, তা জানা নেই।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Viral CPM Letter
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore