Conversation from Mamta’s car
আরও পড়ুন ঃ–নিজেদের দাবিতে সড়ক ও ট্রেন অবরোধ আদিবাসী সংগঠনের
পত্রিকা প্রতিনিধি:সোমবার মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো প্রকাশ্য সভা। সেই উপলক্ষ্যে রবিবার বিকেলে তিনি মেদিনীপুর শহরে পৌঁছে গিয়েছেন রাত্রিবাস করেন সার্কিট হাউসে। আর কলকাতা থেকে মেদিনীপুর আসার সময়ে গাড়িতে বসেই তিনি কথা বললেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে। যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রীর কনভয় যখন কোলাঘাটের উপর দিয়ে আসছিল তখন সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার দুই নেতা বিপ্লব রায় চৌধুরী ও অসিত বন্দ্যোপাধ্যায় বিপ্লববাবু পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। তৃণমূল রাজনীতিতে তিনি বরাবরই শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীদের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। অসিতবাবুর অবস্থান একই। গাড়িতে বসেই তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মমতা। পরে বিষয়টি নিয়ে অসিতবাবু বলেন দিদি আমাদের দেখতে পেয়ে গাড়ি থামিয়ে কথা বলেছেন বলেছেন। সোমবার সময়মতো চলে যেতে আমাদের ভালো থাকতে বলেছেন।
কোলাঘাটের দেউলী বাজারের কাছে মুখ্যমন্ত্রী যখন তাদের সাথে কথা বলছিলেন তখন সেখানে দাঁড়িয়ে পড়েন উৎসাহী বহু মানুষজন। মোবাইল ক্যামেরায় ভিডিও তোলা শুরু করে দেন তাঁরা ।এরপর যথারীতি মুখ্যমন্ত্রীর কনভয় এগিয়ে যায় মেদিনীপুর শহরের দিকে চৌরঙ্গির কাছে ফের তাঁর কনভয় থামে তিনি গাড়িতে বসে কিছুক্ষণ কথা বলেন বিধায়ক প্রদীপ সরকারের সঙ্গে সোমবারের সভা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ তাঁকে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে এরপর মুখ্যমন্ত্রীর কনভয় সোজা চলে আসে শহরের সার্কিট হাউসে কিছুদিন আগে বাঁকুড়ার সভায় মমতা বলেছিলেন তিনি প্রতিটি জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন, সেটা এদিন পরিষ্কার হল যখন দেখা গেল। মুখ্যমন্ত্রী রাস্তায় যেতে যেতেই গাড়িতে বসেই প্রয়োজনীয় কথা সেরে নিচ্ছেন যা রাজ্য রাজনীতির ব্যতিক্রমী ঘটনা বলেই অনেকে মনে করছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Conversation from Mamta’s car
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore