0
পত্রিকা প্রতিনিধি: বনদেবীর মন্দিরের জায়গায় বসবে পানীয় জলের রিজার্ভারের ফলে ঘটবে পূজোর ব্যাঘাত । তাই রিজার্ভার অন্যত্রে বসানোর দাবিতে পথ অবরোধে সামিল হলো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুবরাজপুরে তীর ধনুক নিয়ে পথ অবরোধে এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ।জানা যায়, এলাকার ওই স্থানে তাঁরা বনদেবীর পুজো করে আসছেন। ওই স্থানে কিছুতেই তাঁরা অন্য কিছুই করেতে দেবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।