Home » বালি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ব্যাবসায়ীদের পথ অবরোধ বেলদায়

বালি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য, ক্ষুব্ধ ব্যাবসায়ীদের পথ অবরোধ বেলদায়

by Biplabi Sabyasachi
0 comments

Road blockade in Belda

আরও পড়ুন ঃ-শুরু হল দেড়শো বছর প্রাচীন মাইশোরায় টেরাকোটার মন্দিরের সংরক্ষণের কাজ

পত্রিকা প্রতিনিধি: দিন দিন বাড়ছে বালিবোঝাই ডাম্পারের দৌরাত্ম্য।দিনরাত এক করে কেশিয়াড়ি-ওড়িষ্যাগামী ৫ নম্বর রাজ্য সড়ক ধরে রীতিমতো যাতায়াত চালায় বেশ কয়েক হাজার বালি বোঝাই ট্রাক।এবার সেই বেলদাতে বালি ভর্তি ডাম্পারের নিয়ন্ত্রণ-সহ একাধিক দাবিতে পথে নামল ব্যবসায়ীরা। সোমবার বেলদার কেশিয়াড়ি মোড়ে পথ অবরোধ করে ব্যবসায়ী সংগঠন বিএফটিও। সৃষ্টি হয় প্রবল যানজট। বেলদা থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে যানজট মুক্ত করে।বারবার দাবি করা সত্ত্বেও দাবি না  পূরণ হওয়ায় পথ অবরোধ ব্যবসায়ী সংগঠনের।

প্রসঙ্গত নারায়ণগড় ব্লকের অন্যতম ব্যবসা কেন্দ্র হল বেলদা।আর সকাল থেকেই গাড়ির ভিড়ে যানজটে পড়তে হয় বাজারে আসা সাধারণ মানুষকে। অনেককেই দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। ব্যবসায়ীরাও সমস্যায় পড়েন। তারওপর আছে বেলদার কেশিয়াড়ি মোড়ে রেল গেট। গেট পড়ে থাকলে গাড়ির লম্বা লাইন পড়ে। শুধু যাত্রী পরিবহন গাড়ি নয়, বালি ভর্তি ট্রাক্টর, ডাম্পারের দৌরাত্ম আছেই। ফলে এই গাড়িগুলির কারনে যানজট প্রবল হয়। বালি ভর্তি ডাম্পার, ট্রাক্টরের ওপর পুলিশ প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই। গাড়িগুলির নিয়ন্ত্রণের দাবি তুলে পথ অবরোধে সামিল হয়েছিল বেলদা ব্যবসায়ী সংগঠন বিএফটিও। শুধু ডাম্পার নিয়ন্ত্রণ নয়, স্থানীয় বেশ কয়েকটি দাবিও তুলেছেন ব্যবসায়ীরা। সংগঠনের এক নেতৃত্ব রাজু চণ্ডক বলেন,” রেলগেটের ওপর ওভারব্রিজ গড়ার দাবিও আছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। সমস্যায় পড়তে হচ্ছে শহরে আসা মানুষকে। নেই পার্কিং এর কোনও ব্যবস্থা।”

শুধু যানজট নয়, এদিন কেশিয়াড়ি মোড়ে রেলগেটে ওভারব্রিজ, বেলদা কালীমন্দিরের সামনে পুরো বেলদা বাজারের ফেলা আবর্জনা স্তূপ সরিয়ে স্থায়ী ভ্যাট নির্মাণের দাবিও তোলা হয়। সংগঠনের অপর এক সদস্য নূর হোসেন খানের বক্তব্য,” বেলদার প্রশাসন সমস্ত ব্যাপারে উদাসীন। তাদের ভাবাতেই পথে নামতে হয়েছে ব্যবসায়ীদের।”
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়গুলি নিয়ে পদক্ষেপ হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Road blockade in Belda

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.