Vidyasagar University
আরও পড়ুন ঃ–জেলা জুড়ে পালিত হল কুরবানী ঈদ,কোভিড কোপে জৌলুসহীন উৎসব
পত্রিকা প্রতিনিধিঃ করোনা আবহে বন্ধ রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন। তবে শিক্ষার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে স্মার্ট ফোনের সাহায্যে বর্তমানে চলছে পাঠদান আর এই পরিস্থিতিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষার ফি মকুব করল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনা আবহের কারনে এবারও অনলাইন এই ফর্ম পূরণ ও পরীক্ষা নেওয়া হবে। ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য আজ, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে।আর সেখান থেকে ছাত্রছাত্রীরা নিজেদের ফর্মপূরণ করতে পারবেন। তাছাড়া ছাত্রছাত্রীরা আগামী ২৭শে জুলাই পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন। ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা তারা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৯শে জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত । অপরদিকে অনার্স জেনারেল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুরু হবে ২রা আগস্ট থেকে চলবে ১৩ ই আগস্ট পর্যন্ত।
অপরদিকে, গত মঙ্গলবার থেকেই মাস্টার্সের ফাইনাল সেমিস্টার এর ফর্ম পূরণের পক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে ফর্ম পূরণ করা যাবে ২৭ শে জুলাই পর্যন্ত। ষষ্ঠ সেমিস্টারের মতো আগামী ২৯ জুলাই থেকে ১লা আগস্ট পর্যন্ত অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন মাস্টার্সের ছাত্র ছাত্রীরা। তবে ২রা আগষ্ট থেকে ২৯শে আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে । তারপর পরীক্ষার্থীরা ৩১ আগস্টের মধ্যে তাদের ফলাফল পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য কোন ফি না নিলেও প্রত্যেক কলেজেই ন্যূনতম টাকা নেওয়া হয়ে থাকে। তবে এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা কিভাবে সেই টাকা প্রেরণ করবেন তা নিয়ে চিন্তিত।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ামক অধ্যাপক সিরাজ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য এবছর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন রকম টাকা নেওয়া হবে না। গত বছর পরীক্ষার সময় কম্পিউটার প্রসেসিংয়ের জন্য কিছু টাকা নেওয়া হয়েছিল। তবে এবার উপাচার্য সেই টাকাও মকুব করে দিয়েছেন বলে জানান তিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore