পত্রিকা প্রতিনিধি :কাঠ বোঝায় ভ্যান উল্টে মর্মান্তিক পথদুর্ঘটনায় বলি হলো এক ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ঢেঙ্গাদহ এলাকায়। মৃতের নাম সুকান্ত হেমব্রম, বয়স আনুমানিক ৩৬ বছর, বাড়ি কেতাড়াতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মৃত সুকান্ত নিজের ইঞ্জিন ভ্যানে কাঠের লগ বোঝায় করে খড়কাটা থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ঢ্যাঙ্গাদহ ও নিমডাঙ্গা দুই গ্রামের মধ্যবর্তী জঙ্গল লাগোয়া একটি এলাকায় ভ্যানের নিয়ন্ত্রণ ফেলে। তাতেই কাঠ বোঝায় ভ্যান সহ নিজেও উল্টে যায় রাস্তার মাঝে। কাঠের লগে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু সুকান্তের। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়।আকস্মিক এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
101
previous post