পত্রিকা প্রতিনিধি : এগরায় এক অবিবাহিত মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।তবে ওই মহিলাকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে শুরু হয়েছে এলাকায় গুঞ্জন।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৫নং ওয়ার্ডের কশবা এলাকায়।তবে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মৃত মহিলার জামাইবাবু জীবনকৃষ্ণ দাসের বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে এগরা থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম বিষ্ণুপ্রিয়া দাস(৬২)।
স্থানীয় জানা গিয়েছে,বেশ কয়েকদিন ধরে ওই মহিলাকে নিয়ে গন্ডগোল লেগেই থাকত তার জামাইবাবুর পরিবারের সদস্যদের মধ্যে।আর সেই অশান্তি মেনে নিতে না পেরে অশান্তি থেকে মুক্তি পেতে জামাইবাবুর বাড়ির কড়িকাঠে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই অবিবাহিত মহিলা।তবে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ওই অবিবাহিত মহিলার বাড়ি এগরা ১ ব্লকের পাঁচরোল গ্ৰামে।বেশ কয়েক বছর নিজের বাড়ি ছেড়ে এগরায় দিদির বাড়িতে থাকতেন ওই অবিবাহিত মহিলা।তবে ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।তবে মৃতদেহটির পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সুইসাইড নোট কাজে লাগিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।