পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর জেলার জেলা কালেক্টর অফিসে এলেন নির্বাচন কমিশনের রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। এদিন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সঙ্গে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা।
শুক্রবার সকালে হেলিকপ্টারে করে পশ্চিম মেদিনীপুরে আসেন অজয় নায়েক এবং বিবেক দুবে। মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠক হবে। উপস্থিত থাকবেন পূর্ব-পশ্চিম মেদিনীপুরের এবং ঝাড়গ্রামের আধিকারিকরা।থাকবেন তিন পুলিশ সুপার এবং জেলাশাসকরা। পাশাপাশি নন্দীগ্রামের বিরুলিয়া বাজারেও যাবেন তাঁরা। যেখানে গত বুধবার চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে তিন জেলায় প্রথম দু’দফায় (আগামী ২৭ মার্চ এবং ১ এপ্রিল) ভোটগ্রহণ হবে।
সূত্রের খবর, ভোটের আগে তিন জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতির উপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে। বিশেষত সদ্যই মমতা নন্দীগ্রামে আহত হওয়ার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় গলদ ধরা পড়েছে। সেই বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।