Home » Fishing Trawlers Burnt : পূর্ব মেদিনীপুরে আচমকাই আগুণ লেগে ভস্মীভূত ২ টি ট্রলার, ক্ষতি কয়েক কোটি টাকা

Fishing Trawlers Burnt : পূর্ব মেদিনীপুরে আচমকাই আগুণ লেগে ভস্মীভূত ২ টি ট্রলার, ক্ষতি কয়েক কোটি টাকা

by Biplabi Sabyasachi
0 comments

Fishing Trawlers Burnt : মঙ্গলবার দুপুরে ট্রলারে ঝালাইয়ের কাজে চলছিল। ঝালাইয়ের কাজকরার সময় আগুনের ফুলকি থেকে ভষ্মীভূত হয় দুটি ট্রলার ৷ এমনটাই অনুমান পুলিশের প্রাথমিক তদন্ত থেকে। স্থানীয় মৎস্যজীবী ও দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবশেষ! যদিও এ ঘটনায় হতাহতের কোনও খবর নেই (Fire brakes out at Henria Fishing Trawler) ৷


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আচমকাই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি ট্রলার। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া থানার অন্তর্গত কালিনগরের বজ বজ খালের গেট সংলগ্ন এলাকায়। আর এই ঘটনা কিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে
জানা গিয়েছে, কালিনগরে বজবজিয়া খাল সংলগ্ন এলাকায় সমুদ্রে মৎস্য শিকারের আগে ট্রলারে কাজ চলছিল।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বছর ঘুরলেও মেরামত হয়নি রাস্তা-কাঠের সেতু, ক্ষুব্ধ এলাকাবাসী

Fishing Trawlers Burnt
নিজস্ব চিত্র : আগুণ লেগে ভস্মীভূত ২ টি ট্রলার

আচমকাই ট্রলারের ওয়েল্ডিং কাজ করার সময় আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রলারের দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারা খাল থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। অসংখ্য মৎস্যজীবী উপস্থিত থাকায় কারণে অন্য ট্রলারে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : গ্রামে অনুষ্ঠান দেখতে গিয়েছিল বাড়ির সদস্যরা! সুযোগ পেয়ে পরপর ৪ টি বাড়িতে চুরি পশ্চিম মেদিনীপুরে

Fishing Trawlers Burnt
নিজস্ব চিত্র : আগুণ লেগে ভস্মীভূত ২ টি ট্রলার

কিন্তু, ততক্ষণে সব শেষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু’কোটি টাকা। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার খবর পেয়ে ছুটে যায় হেঁড়িয়া তদন্তে পুলিশ। কি করে আগুন লাগল ট্রলার দুটিতে, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী দিঘার সমূদ্রে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াই হাজার ট্রলার মাছ শিকার করে।

আরও পড়ুন : রাজ্য কিক বক্সিংয়ে সাফল্য পূর্ব মেদিনীপুরের, ঝুলিতে ৭টি সোনা, ৮ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ

Advertisement

তবে মাছেদের প্রজননের জন্য প্রতি বছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ৬১ দিনের ব্যান পিরিয়ড চলাকালীন ট্রলারগুলিতে মেরামতের কাজ সেরে নেওয়া হয়। কালীনগরের বজবজিয়া খালে এমনই বহু ট্রলার মেরামতের জন্য রাখা হয়। আজ সেখানেই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৎস্যজীবি থেকে দুর্ঘটনা ট্রলারের মালিকদের মাথায় হাত পড়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘দুর্নীতি’-র অভিযোগ পশ্চিম মেদিনীপুরে! কাঠগড়ায় তৃণমূল নেতা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fishing Trawlers Burnt

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.