Murder
আরও পড়ুন ঃ–মুকুল, শোভন, রাজীবরা গদ্দার বলে মান্তব্য কুনাল ঘোষের
পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের মুখে বুধবারব সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের অভিরামপুরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনা ঘটে। আর সেই গোষ্ঠীসংঘর্ষের জেরে এক গোষ্ঠী বোমা-গুলি নিয়ে হামলা চালায় অপর গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ ,গুলিও চলে। তাতে প্রাণ যায় এক তৃণমূল কর্মীর। এরপর ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এলাকার তৃণমূল নেতারা সেই অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘটনার পর বুধবার ওই এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী। এরপর যে জায়গায় শৌভিক দোলুই’কে গুলি করা হয়েছিল সেই জায়গা ঘুরে দেখেন তারা।
উল্লেখ্য, গতকাল রাতে কয়েকজন তৃণমূলকর্মী নিজেদের মধ্যে বৈঠক করছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোঁড়ে। এক তৃণমূল কংগ্রেস কর্মী পালিয়ে যেতে পারলেও, শৌভিক দোলুই নামে অন্য এক কর্মী গুলিবিদ্ধ হন। বোমার আঘাতে আরও দুই তৃণমূল কর্মী জখম হয়েছেন। জখম অবস্থায় প্রথমে তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে শৌভিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Murder
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore