Home » Tribal Protest : কুড়মিদের ST তালিকাভুক্ত করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

Tribal Protest : কুড়মিদের ST তালিকাভুক্ত করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

by Biplabi Sabyasachi
0 comments

Tribal Protest : “কুড়মিরা আদিবাসী নয়। আর রেল, জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী হওয়া যায় নি।” পাশাপাশি কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সমাজের। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সহ-সভাপতি চারুচাঁদ হাঁসদা বলেন, “কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা আমরা মেনে নিতে পারব না। এজন্য প্রাথমিক আন্দোলন শুরু করলাম।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “কুড়মিরা আদিবাসী নয়। আর রেল, জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী হওয়া যায় নি।” পাশাপাশি কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সমাজের। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর শহরে।

নিজস্ব চিত্র :

মেদিনীপুর শহরে মিছিল করে তারা হাজির হয়েছিলেন জেলা শাসক দপ্তরের সামনে। হাতে নিজেদের দাবী সম্বলিত পোস্টার ও ব্যানার। ব্যানারে তারা উল্লেখ করেছিল, ‘ভুয়ো এসটি তালিকা বাতিল করতে হবে’, ‘কুড়মী সম্প্রদায়কে কোনভাবেই এসটি তালিকাভুক্ত করা চলবে না,’ ‘সমগ্র আদিবাসী সমাজ এক হও।’ এই দাবিগুলি নিয়ে আদিবাসীদের মুন্ডা ,কোল, সাঁওতাল-এর মত ৪০টি উপজাতি সমবেত হয়েছিলেন।

Tribal Protest

নিজস্ব চিত্র

এই দাবিতে মঙ্গলবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। জেলা শাসকের সঙ্গে তারা দেখা করে নিজেদের দাবি সম্বলিত ডেপুটেশন দিয়েছেন। সংগঠনের নেতৃত্বরা জানান, “কুড়মি সম্প্রদায় এসটি তালিকাভুক্ত হলে জঙ্গলমহলের আদিবাসীরা অধিকার হারাবে। তাহলে জঙ্গলমহলের আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে।

আরও পড়ুন : খড়্গপুরে মুদি দোকানে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা ও গয়না

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সহ-সভাপতি চারুচাঁদ হাঁসদা বলেন, “কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা আমরা মেনে নিতে পারব না। এজন্য প্রাথমিক আন্দোলন শুরু করলাম। দাবি মত কাজ না দেখলে বৃহত্তর আন্দোলনে যাব। কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। কিন্তু কাগজে-কলমে সরকারি দপ্তরে এটার বিরোধিতা করছি আমরা।”

উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায় নিজেদেরকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছিল রাজ্যজুড়ে। ৫ দিন ধরে জাতীয় সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছিল তারা। অচলাবস্থা তৈরি হয়েছিল আন্দোলনের কারণে। রাজ্য সরকার ইতিবাচক প্রতিশ্রুতি দিতে সেই আন্দোলন প্রত্যাহার হয়েছিল। এবার তারই পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি দিল আদিবাসীদের সংগঠনগুলি।

আরও পড়ুন : ট্রেনে প্রসব, মেদিনীপুরে হাসপাতালে নিয়ে গেলেন রেলকর্মীরা

আরও পড়ুন : “Kharagpur IIT কর্তৃপক্ষ অসহযোগিতা করছে, ছেলের মৃত্যু স্বাভাবিক নয়”, মন্তব্য মৃত ছাত্রর বাবার

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Tribal Protest

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.