Keshpur : বন দফতরের অনুমতি ছাড়া ফের গাছ কাটার ঘটনা কেশপুরে। খবর পেয়ে অভিযান চালালো মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। মঙ্গলবার সকালে কেশপুরের চরকা এলাকায় অভিযান চালিয়ে শতাধিক গাছের লগ (গুড়ি) বাজেয়াপ্ত করে। তার মধ্যে ছিল ইউক্যালিপটাস ও আকাশমণি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন দফতরের অনুমতি ছাড়া ফের গাছ কাটার ঘটনা কেশপুরে। খবর পেয়ে অভিযান চালালো মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। মঙ্গলবার সকালে কেশপুরের চরকা এলাকায় অভিযান চালিয়ে শতাধিক গাছের লগ (গুড়ি) বাজেয়াপ্ত করে। তার মধ্যে ছিল ইউক্যালিপটাস ও আকাশমণি।
আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের
চরকার তিনটি জায়গা থেকে এই গাছগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে বন দফতর থেকে জানা গিয়েছে। সম্প্রতি ঝড়ে বেশ কিছু গাছ পড়ে গিয়েছিল। সেই সঙ্গে আরও বহু গাছ কেটে ফেলেছে। তার প্রয়োজনীয় অনুমতিও নেয়নি বন দফতরের কাছে।
আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০
Keshpur
গাছগুলি কে বা কারা কেটে রেখেছিল তার খোঁজ চলছে। এদিন ঝড়ে পড়া ওই গাছগুলি বন দফতরের অফিসে নিয়ে আসেন বনকর্মীরা। এবং যেসব ব্যক্তিরা এই অবৈধভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত তাদের খোঁজ শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আরও পড়ুন : “যারা লুঠেপুটে খাচ্ছে তারাই দলের সম্পদ”, তৃণমূলের মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র মন্তব্যে শোরগোল
গত কয়েক মাস ধরেই জেলা জুড়ে বন দফতরের পক্ষ থেকে অবৈধভাবে গাছ পাচার এবং কাটার বিরুদ্ধে অভিযান চলেছে। সিল করেছে বেআইনিভাবে চলা কাঠ চেরায় মিলগুলি। তারপরও লুকিয়ে বেশ কিছু মিল চলছে বলে অভিযোগ। বন দফতর থেকে জানা গিয়েছে সেই মিলগুলির বিরুদ্ধেও ফের অভিযান চলবে।
আরও পড়ুন : নালা উপচে বৃষ্টির জল ঢুকল কাউন্সিলরের বাড়িতে, ডুবল মেদিনীপুর শহরের অলিগলি
আরও পড়ুন : রাজ্যস্তরে ক্যুইজ প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য মেদিনীপুর রয়্যাল অ্যাকাডেমি’-র
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Keshpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper