Home » দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা , একদিনেই আক্রান্ত ৮৫২ , সুস্থ ৪০২ জন

দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা , একদিনেই আক্রান্ত ৮৫২ , সুস্থ ৪০২ জন

by Biplabi Sabyasachi
0 comments

Covid Infected

আরও পড়ুন ঃবেলদায় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার , তদন্তে পুলিশ

পত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস। এখন যে রাজ্যে সংক্রমণ নতুন করে শুরু হচ্ছে সেখানেও কিন্তু একেবারে কমে গিয়েছিল করোনা সংক্রমণ। কিন্তু বর্তমানে  সংক্রমণের মাত্রা ইতিমধ্যে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে এটা স্পষ্ট । তবে পরীক্ষার হার কিন্তু কমেনি। পরীক্ষার মাধ্যমে যা সনাক্ত করা কঠিন। আগের থেকে সেই সংখ্যা কম হলেও সংক্রমণের সম্ভাবনা রয়েছে অনেকটাই। তবে এই পরিস্থিতিতে দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫২ জন। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্তের সংখ‍্যা ২৫৫ , পূর্ব মেদিনীপুর জেলায় আক্রান্তের সংখ‍্যা ৫২৮ ও ঝাড়গ্রামে ৬৯ জন । ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই মেদিনীপুরের ৩৮০ জন ও ঝাড়গ্রামে ২২ জন বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

তবে এরাজ‍্যে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাই কোভিড টিকা নিতে পারছিলেন। কিন্তু পরে ঘোষণা করা হয় যে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরাও ১লা মে থেকে কোভিড টিকা নিতে পারবে। সেই টিকাকরনের জন্য বুধবার বিকেল চারটে থেকেই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হবে। ১লা মে থেকে ফের শুরু হচ্ছে ‘ভ্যাক্সিনেশন ড্রাইভ’। দু’দফায় টিকাকরণ হয়েছে আগেই। তৃতীয় দফায় টিকাকরণের বিষয়ে টুইট করা হয় আরোগ্য সেতু অ্যাপ-এর তরফে। সেখানে জানানো হয়, ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা টিকা নিতে চাইলে বিকেল ৪টে থেকে cowin.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি আরোগ্য সেতু অ্যাপ ও উমঙ্গ অ্যাপেও রেজিস্টার করা যাবে। রাজ্য সরকারি ও বেসরকারি কোভিড সেন্টারের ক্ষমতা অনুসারে আবেদনকারীদের টিকা নিতে ডাকা হবে। সরকারের তরফে জানানো হয়েছে, এবার সরাসরি টিকাকরণের জায়গায় গিয়ে কোনও লাভ নেই। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ব্যক্তিদের নিজেদেরই রেজিস্ট্রেশন বা অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বার বার টিকাকরণের জায়গায় গিয়েও কোনও লাভ হবে না। তৃতীয় দফার টিকাকরণের কাজ পুরোটাই হবে ‘ন্যাশনাল ভ্যাক্সিনেশন প্রোগ্রাম’-এর আওতায়। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid Infected

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.