Home » করোনা বিধি মেনেই পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে পবিত্র ঈদ উৎসব পালন

করোনা বিধি মেনেই পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে পবিত্র ঈদ উৎসব পালন

by Biplabi Sabyasachi
0 comments

Eid news

আরও পড়ুন ঃ-খড়্গপুরে Corona সংক্রমিত রোগীদের জন্য বিনামূল্যে ‘কোভিড টোটো ‘

পত্রিকা প্রতিনিধিঃ ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই আজ, শুক্রবার পূর্ব- পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ। কিন্তু সংক্রমণ রুখতে ইতিমধ্যেই জেলাজুড়ে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে।

উল্লেখ্য, মূলত এই উৎসবকে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে গত বছরের মতো এবছরও করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের কারণে ব্যাহত হয়েছে এই উৎসব। প্রত্যেকটি মাজারে মুসলিম সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে অন্য সম্প্রদায়ের মানুষের ভিড় থাকতো চোখে পড়ার মতো।

কিন্তু এই ফের করোনা মহামারীল জন্য এবছর রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে সবাইকে দূরত্ব বজায় রেখে উৎসব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই মতো সরকারি নির্দেশ মেনে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর, খড়গপুর, কেশপুর, বেলদা সহ পূর্ব মেদিনীপুর জেলার এগরা, কাঁথি , তমলুক, হলদিয়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাক্স পরে পবিত্র ঈদ উত্‍সব পালন করল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তবে এদিন জেলাজুড়েসকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি আধ ঘণ্টা অন্তর পনেরো থেকে কুড়ি জনের জামাত করে পবিত্র ঈদের নামাজ পড়েন তারা বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত,এই উৎসবের আরেক নাম কোরবানির ঈদ বা বকরি ঈদ। এই ঈদের নাম বকরি ঈদ হওয়ার জন্য দুটি কারণ আছে। প্রথমটি হল এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে কিছু না কিছু আল্লা-কে উৎসর্গ করে কোরবান করতে হয়। এক সময় অবিভক্ত বাংলায় বকরি অর্থাৎ ছাগল ছাড়া অন্য কোনও কোরবানির পশু তেমন একটা পাওয়া যেত না, আর সেই থেকে ছাগল দিয়ে কোরবানি দেওয়ার কারণেই ঈদুল আযহা বা ঈদ-আল-আধার নাম হয় বকরি ঈদ। তাছাড়া আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উত্‍সব পালন করে। মুসলিম সম্প্রদায়ের দুটি সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদ-আল-আধা। এই দুয়ের মধ্যেই অন্যতম একটি হল ঈদুল আযহা বা ঈদ-আল-আধা। ইসলাম মতে, সর্বশ্রেষ্ঠ ত্যাগের প্রতীক এই কোরবানির উৎসব। এ দিনটি সারাবিশ্ব জুড়ে খুবই জাঁকজমকের সঙ্গে পালিত হয়। সবাই এ দিন নতুন পোশাক পরে সাধ্য মতন খাওয়ারের আয়োজন করেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Eid news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.