Home » সিবিআইয়ের ডাইরেক্টর -কে চিঠি শুভেন্দুর

সিবিআইয়ের ডাইরেক্টর -কে চিঠি শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

Letter to the Director of CBI

আরও পড়ুন ঃ-ঝাড়গ্রামের রাধানগরে তকবির আলিকে খুনের ঘটনায় ধৃত পুলিশ কর্মীর ফাঁসির দাবিতে পথ অবরোধ

পত্রিকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ মাসের শুরুতেই বিস্ফোরক চিঠি লিখে ফের শিরোনামে এসেছেন জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেন। প্রেসিডেন্সি জেল থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লিখে রাজ্যের একাধিক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন সারদা কর্তা। কে নেই সেই তালিকায়, রাজ্য রাজনীতিতে যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুকুল রায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির নামও রয়েছে চিঠিতে। এবার সেই চিঠি নিয়েই পাল্টা সিবিআইকে চিঠি লিখলেন শুভেন্দু।

ফাইল চিত্র

এ বার সিবিআই-কে চিঠি দিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী।গত ৯ ডিসেম্বর কলকাতায় সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরের পাশাপাশি দিল্লিতে সিবিআই ডিরেক্টরের দফতরেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, এত বছর পরে জেলে বসে সারদা কর্তার চিঠি লেখার ঘটনা আদতে চক্রান্ত। সত্যিই যদি সুদীপ্ত চিঠি লিখে থাকেন, তবে কেন এত দিন পর চিঠি লিখেছেন, সেই চিঠি কী ভাবে সংবাদমাধ্যমের হাতে এল তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু।প্রেসিডেন্সি জেল থেকে লেখা চিঠি যাচাই করেনি বিল্পবী সব্যসাচী পত্রিকা।সুদীপ্ত তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের প্রথম সারির পাঁচ জন নেতার বিরুদ্ধে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ এনেছেন। সেই তালিকায় রয়েছে শুভেন্দুর নাম। এ বার সেই চিঠির নেপথ্যের সত্য তুলে আনার আবেদন জানিয়ে সিবিআইকে পাল্টা আর্জি জানালেন শুভেন্দু।

শুভেন্দু চিঠিতে লিখেছেন, গত ১ ডিসেম্বর তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পারেন, সারদা মামলায় বিচারাধীন মূল অভিযুক্ত সুদীপ্ত সেন এত বছর নীরব থাকার পর মোক্ষম সময় বুঝেই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। শুভেন্দুর দাবি, গত ২৭ নভেম্বর তিনি রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই সুদীপ্তের চিঠি পাঠানোর ঘটনা ‘বড়সড় চক্রান্ত’।শুভেন্দু প্রশ্ন তুলেছেন, একজন বিচারাধীন বন্দির লেখা চিঠি যা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এবং রাজ্যের এডিজি এবং আইজি কারা বিভাগের হাতে থাকা উচিত, তা কী ভাবে ১ ডিসেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত হল। তাঁর দাবি, চিঠিটি কোনও প্রভাবশালীর হস্তক্ষেপে জেল কর্তৃপক্ষ সুদীপ্তকে দিয়ে জোর করে লিখিয়েছেন।  সারদা কর্তা অনেক তথ্য গোপন করে রেখেছেন। এই চিঠির নেপথ্যে ঠিক কোন কারণ তা খুঁজে দেখা প্রয়োজন।

পাশাপাশি, সুদীপ্তের লেখা চিঠির একটি অংশকে বিশেষভাবে চিহ্নিত করেছেন শুভেন্দু। তাঁকে চিহ্নিত করে সারদা কর্তার লেখা— ‘এখন বিজেপিতে যোগ দিচ্ছে’। এই ভাষা ব্যবহার করে তাঁকে চূড়ান্ত ভাবে মানসিক আঘাত করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।সূত্রে খবর, গত ১ ডিসেম্বর সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সারদা চিটফান্ডের ব্য়বসা চালানোর জন্য কাকে কত টাকা দিতে হয়েছে। সেখানে তিনি লিখেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে। ৯ কোটি টাকা দেওয়া হয়েছে বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে। সুদীপ্ত সেনের অভিযোগের তালিকায় রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও। তিনি নাকি ৬ কোটি টাকা নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ্ত।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Letter to the Director of CBI

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.