Home » যুবককে গুলি করে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন উত্তেজিত জনতার, রণক্ষেত্র ঝাড়গ্রাম

যুবককে গুলি করে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন উত্তেজিত জনতার, রণক্ষেত্র ঝাড়গ্রাম

by Biplabi Sabyasachi
0 comments

A man was shot and killed

আরও পড়ুন ঃ-হলদিয়ায় শুভেন্দু ঘনিষ্ঠদের বাড়ি ভাঙচুর, বচসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার!

পত্রিকা প্রতিনিধি: দিনে দুপুরে চরম রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকা। পুলিশের উপস্থিতিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চলল গুলি । গুলি চলার পরই এলাকা জুড়ে রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, পুলিশ কর্মী বিশ্বজিৎ গুরুং খেলার মাঠে বচসার জেরে এক যুবককে পিস্তল বের করে গুলি করে।

খেলা চলাকালীন এদিন হঠাৎই বাছুরডোবা এলাকার বাসিন্দা এনভিএফ কর্মী বিশ্বজিৎ প্রধান শেখ তদবীরকে তাড়া করে। তাঁকে লক্ষ্য করে দুটো গুলি ছোঁড়ে। একটি গুলি লাগে তদবীরের পায়ে। অপরটি মাথার পাশ দিয়ে বেরিয়ে যায়।

এরপর ভোজালি দিয়ে এলোপাথাড়ি তদবীরকে কোপায় বিশ্বজিৎ। তড়িঘড়ি স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অবস্থার অবনতি হলে এরপর কলকাতায় স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তদবীর।

দিনেদুপুরে যুবককে গুলি করে খুন, রণক্ষেত্র ঝাড়গ্রাম

এই ঘটনার পরেই এলাকা জুড়ে রণক্ষেত্রে চেহারা নেয়। অভিযোগ, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর গত তিনদিন আগে এই ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর প্রতিটি খেলায় পুলিশ কর্মীদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। এদিনও খেলার মাঠে বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিল।

পুলিশকর্মীদের উপস্থিতিতেই কিভাবে একজন পুলিশ কর্মী গুলি চালালেন সে নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার মানুষজন এর অভিযোগ, ঝাড়গ্রাম শহর এবং শহরতলি এলাকায় আইনের শাসন অনেকটা শিথিল হয়ে গিয়েছে। পুলিশ শুধুমাত্র বালি এবং মোরাম খাদান থেকে তোলা তুলতেই ব্যস্ত। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ভাঙচুর চালানো হয়। শেষমেশ পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।কিন্তু কেন এই খুন? অনুমান, পুরনো বিবাদের জেরেই প্রাণ গেল তদবীরের। যদিও এবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

A man was shot and killed

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.