Dead in road accident
আরও পড়ুন ঃ-নন্দীগ্রামে শুভেন্দুর অফিস ভাঙচুর, ছুটে পালালেন কর্মীরা ,বিজেপি-তৃণমূল চাপান উতোর
পত্রিকা প্রতিনিধি: পিকনিক সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ঝাড়গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মহাদেব মাহাত ও গাড়ির চালক সহ একজনের। ঘটনায় গুরুতর জখম আরও দুজন। জানা গেছে, বেলপাহাড়ি থেকে পিকনিক সেরে সন্ধ্যের পর দুটি গাড়িতে করে ১৫ জন বন্ধু ঝাড়গ্রাম ফিরছিলো।ফেরার পথে পড়িহাটির কাছে নয়ানজুলি তে মহাদেব র গাড়ি পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মহাদেব ও গাড়ির চালকের, পুলিশ ও স্থানীয় দের চেষ্টায় বাকিদের উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি তে ভর্তি করা হয়।
জানা যায় ঘটনাটি ঘটেছে, রবিবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে বিনপুর দু নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত নারায়ণপুর থেকে খসড়া যাওয়ার রাস্তায় প্রাক্তন কাউন্সিলর তাঁর বন্ধুদের সঙ্গে মোট ১৪-১৫ জন মিলে দুটি গাড়িতে করে বেলপাহাড়ির ঘাগড়াতে পিকনিক করতে গিয়েছিলেন একটি গাড়িতে দশ থেকে এগারো জন বন্ধু ছিলেন এবং অন্য একটি গাড়িতে প্রাক্তন কাউন্সিলর মহাদেব মাহাতোসহ মোট চারজন ছিলেন।
বেলপাহাড়ি থেকে নারায়ণপুরের মোড়ে ধানেসার রাস্তা ধরতেই জঙ্গলের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে মহাদেব মাহাতোর গাড়িটি অন্য গাড়িতে থাকা বন্ধুরা আরও অনেকটা সামনে ছিলেন তাঁরা প্রথমে জানতে পারেননি দুর্ঘটনার কথা ।খবর পেয়েই মহাদেব মাহাতোর বন্ধুরা দুর্ঘটনাস্থলে ছুটে যান ।প্রত্যক্ষদর্শীদের জানান, গাড়ির চালক হারাধন দে গাছে ধাক্কা মারার কারণে স্টিয়ারিং তার বুকের ওপর চেপে যায় এবং অন্যজনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গাড়ির চালককে পরে গ্যাসকাটার দিয়ে কেটে গাড়ি থেকে উদ্ধার করা হয়।
মহাদেব মাহাতোর বাড়ি ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকায় এবং তার চালক হারাধনদের বাড়ি বাছুর ডোবা এলাকায় ঝাড়গ্রাম পুরসভার তৃণমূলের মেয়রের মেয়াদ শেষ হবার পরে মহাদেব মাহাতো একটি বেসরকারি আটা মিলে ম্যানেজারের কাজে নিযুক্ত ছিলেন ।ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার বলেন এক্স কাউন্সিলর মহাদেব মাহাতো এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে এবং বাকি দু জন চিকিত্সাধীন রয়েছেন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dead in road accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore