Home » ‘বাংলার জন‍্য আর্শীবাদ চেয়েছি’ , দিল্লিতে বৈঠক শেষে টুইট শুভেন্দুর

‘বাংলার জন‍্য আর্শীবাদ চেয়েছি’ , দিল্লিতে বৈঠক শেষে টুইট শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

Meeting in Delhi

আরও পড়ুন ঃচরম দু:সময় পার্টির!মেদিনীপুর শহরে কোটি টাকার সম্পত্তি বিক্রী করল CPIM

পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যে ভোট পরবর্তী হিংসা অভিযোগে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিজেপির (Bjp) ১৮ সাংসদ। তবে বাংলায় বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari) রাষ্ট্রপতিকে(President) চিঠি দেওয়ার সময় হাজির থাকার জন্য তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। সেই মতো দিল্লিতে গিয়ে অমিত শাহের (Amit Shah) সাথে শুভেন্দু অধিকারী বৈঠক করেন (Suvendu Adhikari)।  এদিন বৈঠকের পর টুইট করে বলেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলার জন‍্য আর্শীবাদ চেয়েছি’। টুইট করা হয়েছে অমিত শাহের অফিসের তরফেও ।

টুইট চিত্র

উল্লেখ্য, ৭ই জুন সোমবার রাতেই  দিল্লিতে পৌঁছেছেন বিজেপি(Bjp) নেতা শুভেন্দু(Suvendu)। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)অমিত শাহ (Amit Shah)এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ( jp Nadda)সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। পাশাপাশি বুধবার প্রধানমন্ত্রী (Prime minister) নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিজেপি হাইকমান্ডের বৈঠকে আলোচনার বিষয়টি কী হবে তা এখনও জানা যায়নি। বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন হয়েছেন দলের ৪০ কর্মী। শাসকদলের সন্ত্রাসের কারণে ঘরে ফিরতে পারেননি বহু সাধারণ কর্মী-সমর্থক। রাষ্ট্রপতিকে(President) চিঠি দিয়ে যাবতীয় তথ্য-পরিসংখ্যান তুলে ধরবেন সাংসদরা। হস্তক্ষেপ করার আবেদনও করা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Meeting in Delhi

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.