Home » ‘আমি বাংলার ছেলে, ভারতের ছেলে’, তমলুকে জল্পনা বাড়িয়ে নিজের ‘পরিচয়’ দিলেন শুভেন্দু

‘আমি বাংলার ছেলে, ভারতের ছেলে’, তমলুকে জল্পনা বাড়িয়ে নিজের ‘পরিচয়’ দিলেন শুভেন্দু

by Biplabi Sabyasachi
0 comments

Shuvendu introduced himself

আরও পড়ুন ঃমাঠ সমতলীকরণের কাজ জবকার্ডধারীদের দিয়ে না করানোয় বিক্ষোভ গ্রামবাসীদের

পত্রিকা প্রতিনিধি: তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির আহ্বানে অবিভক্ত মেদিনীপুর জেলার বীর সন্তান ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশাল পদযাত্রা হয় বৃহস্পতিবার তমলুক হামিল্টন হাইস্কুলে। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঐতিহাসিক হ্যামিল্টন হাইস্কুলে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ও স্মৃতিচারণা করেন সাংসদ শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত ১৯০১ থেকে ১৯০৪ সাল পর্যন্ত তমলুক হ্যামিল্টন হাইস্কুলে ক্ষুদিরাম বসু পড়েছিলেন।

‘আমি বাংলার ছেলে, ভারতের ছেলে’, তমলুকে মন্তব্য শুভেন্দুর

তাই এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্কুলে ক্ষুদিরাম বসুর স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষুদিরাম প্রসঙ্গে বিভিন্ন স্মৃতি তুলে ধরেন সাংসদ ও জনসেবক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হবে বলেন -” আমি সবসময় বলে এসেছি মানুষের জন্য মানুষের পাশে আমি সর্বদা আছি। এটা তোমাদের পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করতে হবে।

আমি এটা বলবো না। আমার পরিচয় হলো আমি বাংলার ছেলে এবং ভারতের ছেলে। আমি নন্দীগ্রামের উন্নতি ও জঙ্গলমহলের উন্নতির জন্য কাজ করবো। আমি কোনো বিতর্কমূলক কথাতে যাবো না। কারণ, এইদিনটা একটা বিশেষ দিন। দেশের জন্য লড়াই করাই একমাত্র লক্ষ্য।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Shuvendu introduced himself

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.