Home » Drinking Water : খবরের জেরে মেদিনীপুর সদরে আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছাল পানীয় জল, শুরু হলো সাবমার্শিবলের কাজ

Drinking Water : খবরের জেরে মেদিনীপুর সদরে আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছাল পানীয় জল, শুরু হলো সাবমার্শিবলের কাজ

by Biplabi Sabyasachi
0 comments

Due to the news, drinking water reached the tribal inhabited village in Medinipur Sadar

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর সদর ব্লকের আদিবাসী অধ্যুষিত পিন্ডরাশোল ও তামাকবাড়ি এলাকার বাসিন্দাদের জলকষ্টের ছবি তুলে ধরেছিলাম আমরা। তারপরই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। পিন্ডরাশোলে দু’বেলা পানীয় জল পৌঁছে দিচ্ছে মেদিনীপুর ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। তামাকবাড়িতে খারাপ হয়ে পড়ে থাকা সাবমার্শিবল সারাইয়ের কাজ শুরু করেছে মণিদহ গ্রাম পঞ্চায়েত।

আরও পড়ুন :- তিন মাসের অপেক্ষা শেষ! পুলিশের তৎপরতায় পশ্চিম মেদিনীপুরে পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ মহিলা

Drinking Water
নিজস্ব চিত্র

উল্লেখ্য, পৃথক ওই দুটি গ্রামে থাকা সরকারী সাবমার্শিবল দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন-কে জানিয়েও কোনো সুরাহা হয় নি। এমনকি মানুষজনের সমস্যা তিনি নাকি শুনতেনও না। উল্টে তাদের নানা কথা শোনাতেন বলে অভিযোগ। পিন্ডরাশোলে শম্ভু হেমরম নামে এক ব্যক্তির নিজস্ব সাবমার্শিবল থেকে গ্রামবাসীরা বছরের পর বছর পানীয় জল সংগ্রহ করতেন।

আরও পড়ুন :- পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে কীর্তন অনুষ্ঠানে ভোগ খেয়ে অসুস্থ শতাধিক

Drinking Water

বিদ্যুতের বিলের বিনিময়ে বছরে চারদিন বিনা পয়সায় তার ধান চাষের কাজ করতে হত প্রত্যেক পরিবারকে। তামাকবাড়িতে পান করতে হচ্ছে পুকুর বা কুঁয়োর ঘোলা জল। দূষিত জল পান করায় ডায়রিয়া থেকে শুরু করে নানারকম পেটের অসুখে ভুগছেন তারা। এমনকি এলাকায় থাকা শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলও বন্ধ হয়ে গিয়েছে জলের জন্য। সম্প্রতি পঞ্চায়েতে দ্বিগুণ কর বৃদ্ধি হলেও জঙ্গল ঘেরা আদিবাসী গ্রামের এই ঘটনায় ক্ষুব্ধ অনেকেই।

আরও পড়ুন :- পর্যটকদের জন্য সুখবর! দীঘায় পু্রীর ধাঁচে জগন্নাথ মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন

Advertisement

আরও পড়ুন :- তিন মাসের অপেক্ষা শেষ! পুলিশের তৎপরতায় পশ্চিম মেদিনীপুরে পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ মহিলা

এই খবর প্রকাশ হওয়ার পরই তৎপর হয় ব্লক ও জেলা প্রশাসন। শাসকদলের জেলা নেতারাও জল পৌঁছে দেওয়া ও সাবমার্শিবল দ্রুত সারাইয়ের নির্দেশ দেন। পিন্ডরাশোলে দু’বেলা করে পৌঁছে যাচ্ছে পানীয় জল। কিন্তু তামাকবাড়ির ওই এলাকার রাস্তা এতটাই শুরু যে জল গাড়ি পৌঁছাবে না। তবে দ্রুত কাজ চলছে সাবমার্শিবল সারাইয়ের। এতে খুশি দুই গ্রামের বাসিন্দারা। আশায় বুক বাঁধছেন স্বচ্ছ পানীয় জলের।

মনিদহ অঞ্চলের তৃণমূল নেতা নির্মল মাঝি জানান, পিন্ডরাশোলে যতদিন না স্থায়ীভাবে পানীয় জলের বন্দোবস্ত হচ্ছে ততদিন গাড়িতে করে পৌঁছে দেওয়া হবে। তামাকবাড়িতে নতুন করে সাবমার্শিবল তৈরির কাজ শুরু হয়েছে। ওই এলাকার রাস্তা শুরু হওয়ায় জল গাড়ি পৌঁছাচ্ছে না। রাস্তাটিকেও চওড়া করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন :- পর্যটকদের জন্য সুখবর! দীঘায় পু্রীর ধাঁচে জগন্নাথ মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Drinking Water

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.