Home » ঝাড়গ্রামের রাধানগরে তকবির আলিকে খুনের ঘটনায় ধৃত পুলিশ কর্মীর ফাঁসির দাবিতে পথ অবরোধ

ঝাড়গ্রামের রাধানগরে তকবির আলিকে খুনের ঘটনায় ধৃত পুলিশ কর্মীর ফাঁসির দাবিতে পথ অবরোধ

by Biplabi Sabyasachi
0 comments

Roadblocks demanding execution

আরও পড়ুন ঃ-হলদিয়ায় কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে বন্ ধ

পত্রিকা প্রতিনিধি: তকবির আলিকে গুলি করে খুন করার প্রতিবাদে বুধবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার রাধানগরে পথ অবরোধ শুরু করেছেন এলাকার বাসিন্দারা যার ফলে ঝাড়গ্রাম মেদিনীপুর বাস রুটে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও অভিযুক্ত এনভিএফ কর্মী বিশ্বজিৎ প্রধানকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে ।

ধৃত পুলিশ কর্মীর ফাঁসির দাবিতে পথ অবরোধ


ফের বিগত দিনের (৮ ডিসেম্বর) ন্যায় রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকা। পুলিশের উপস্থিতিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চলল গুলি । গুলি চলার পর এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। অভিযোগ, পুলিশ কর্মী বিশ্বজিৎ গুরুং খেলার মাঠে বচসার জেরে এক যুবককে পিস্তল বের করে গুলি করে।

গুলি করার পর তাকে ভজালি দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযাগ। আহত যুবককে এলাকার মানুষজন তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা নিয়ে গেলে রাস্তায় তকবির আলির রাস্তাতেই মৃত্যু হয়। তকবির আলির বাড়ি ঝাড়গ্ৰাম ব্লকের রাধানগরে। বুধবার সকাল থেকে তকবির আলির খুনির ফাঁসির দাবিতে রাধানগরে পথ অবরোধ করে দফায় দফায় চলল বিক্ষোভ । এদিন ঝাড়গ্রাম-মেদিনীপুর গামী রাস্তা অবরোধে শামিল হলেন রাধানগরের বাসিন্দারা।ফলে ঝাড়গ্ৰাম মেদিনীপুর রুটে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Roadblocks demanding execution

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.